ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩১ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে