Ajker Patrika

পাকিস্তানকে কঠিন শিক্ষা দিয়েছে বাংলাদেশ, বলছেন রমিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২: ৩২
প্রাণপড়ে লড়াই করেও বাংলাদেশকে গত রাতে হারাতে পারেনি পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
প্রাণপড়ে লড়াই করেও বাংলাদেশকে গত রাতে হারাতে পারেনি পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদ্‌যাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রমিজ। ব্যাটারদের ‘মাইনফিল্ড’ তকমা পাওয়া এই উইকেটে বোলাররা কীভাবে ছড়ি ঘোরাচ্ছেন, সেটা কাছ থেকে দেখছেন রমিজ। এখনো পর্যন্ত চার ইনিংসের কোনোটিতেই ১৫০ রান হয়নি। আর গতকাল বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৩ রান করলেও ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকসে’ বাংলাদেশের প্রশংসা করে রমিজ বলেন, ‘ম্যাচ, সিরিজ দুটিই খুইয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অসংখ্য শুভেচ্ছা। আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল তারা (বাংলাদেশ)। কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করা উচিত, সেটা বাংলাদেশ শিখিয়েছে।’

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ পর্যন্ত সফরকারীরা ১২৫ রান পর্যন্ত গিয়েছে টেলএন্ডারদের সৌজন্যে। ৮ নম্বরে নামা ফাহিম আশরাফ ৩২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। চারটি করে চার ও ছক্কা মারেন তিনি। ফাহিমের উইকেট রিশাদ হোসেন নিতেই মূলত পাকিস্তানের জয়ের আশা অনেকটা ফিকে হয়ে যায়। আর দানিয়ালকে ফিরিয়ে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান ম্যাচটা জমিয়ে দেওয়ার কারণ বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিং। পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব সহজ ক্যাচ হাতছাড়া করেন। রমিজ বলেন, ‘শেষ দিকে বাংলাদেশ কয়েকটা ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারানোর অর্থ ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন বানানো।’

মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত