সবখানে শুধু নেই আর নেই
চেয়ার, টেবিল, বেঞ্চ, শ্রেণিকক্ষ—সবই অপ্রতুল। নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষাসহায়ক উপকরণ নেই, নেই বিজ্ঞানাগার, গ্রন্থাগার, খেলার সামগ্রী। সবখানে শুধু নেই আর নেই। এর মধ্যেই চালাতে হচ্ছে সম্প্রসারিত শিক্ষা কার্যক্রম। নানা সংকটে বিবর্ণ সরকারি এই উদ্যোগ ইতিমধ্যে হোঁচট খাওয়ার পথে। সংকটের কারণে ঝরে পড়ছে শিক্ষা