Ajker Patrika

১৪ কিমির ৫০ স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ

দোলন বিশ্বাস, ইসলামপুর
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ১২
১৪ কিমির ৫০ স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ

জামালপুরের ইসলামপুর-ঝগড়ারচর ১৪ কিলোমিটার সড়কের অর্ধশতাধিক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের।

অন্যদিকে জলাবদ্ধতার কারণে সড়কের পিচ ও ইট উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানান প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হলেও জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয় জনসাধারণের।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মোড়, বটচর মোড়, পোড়ারচর দাখিল মাদ্রাসা সেতুর পশ্চিম পাশে, পোড়ারচর বাজার, পোড়ারচর মণ্ডলপাড়া বাজারের পশ্চিম পাশে, পোড়ারচর পূর্বপাড়া মোড়, টুংরাপাড়া মোড়, চন্দনপুর পশ্চিমপাড়া মোড়, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে, চন্দনপুর পূর্বপাড়া মোড়, কড়ইতলা মোল্লাবাজারসহ অর্ধশত পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পথচারীরা দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। অপরদিকে, ইট ও পিচ উঠে বড় ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে।

এ সড়কে চলাচলকারী পোড়ারচর গ্রামের আপেল সরদার, সুজা মেম্বার, হাবিজুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে অনেকে অনেক কথা শোনান, কিন্তু তাঁরা কোনো কাজই করেন না। বিশেষ করে বাজার এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বাজারে আসা মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

কড়ইতলা গ্রামের বাসিন্দা রব্বানী বাপ্পী বলেন, ‘সরকার সড়ক নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের অবহেলায় তা যথাযথভাবে করা হয় না। ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়কের নির্মাণকাজ শেষ করেছেন। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা।’

নাপিতেরচর বাজারের বাসিন্দা ও অটোরিকশার চালক আকবর আলী বলেন, ‘সড়কে পানি জমায় চলাচলে সমস্যা হচ্ছে। মাঝে-মধ্যেই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।’

স্থানীয় গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ জানান, সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা অতিগুরুত্বপূর্ণ। কয়েক জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, যা অপ্রতুল।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, সড়কে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। শিগগিরই সমস্যার সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত