Ajker Patrika

অবৈধ জাল পোড়ানোর সময় তিনজন অগ্নিদগ্ধ

শেরপুর ও সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪: ৩৫
অবৈধ জাল পোড়ানোর সময় তিনজন অগ্নিদগ্ধ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ করে পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইলশাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।

এ ঘটনায় আহতরা হলেন ওই এলাকার মো. ইয়াকুব আলী (৪০), মো. ছাউত মিয়া ও মো. জবেদ আলী। তাঁরা তিনজনই বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় ও আহতদের স্বজনেরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল শেরপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন, জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা উপস্থিত ছিলেন।

অভিযান চালিয়ে চায়না দুয়ারী ও কারেন্টসহ ১০টি অবৈধ জাল জব্দ করেন। পরে সেগুলো ভাতশালা ইউনিয়নের ইলশাঘাট এলাকায় জড়ো করে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ফেলার উদ্যোগ নেন। এ সময় স্থানীয় ইয়াকুব আলী, ছাউত মিয়া ও জবেদ আলী সেগুলো পোড়ানোর জন্য সহযোগিতা করতে পেট্রল ও ডিজেল ঢালেন। তবে তাঁরা নিরাপদ দূরত্বে সরে আসার আগেই কেউ একজন জালে আগুন ধরিয়ে দিলে ওই তিনজন অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

তবে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, জালগুলো জড়ো করে ছবি ও ভিডিও করার প্রস্তুতির সময় নির্দেশ ছাড়াই সেখানে পেট্রল ঢেলে একজন আগুন জ্বালিয়ে দেন।

এদিকে, টাঙ্গাইলের সখীপুরে মাছ নিধনের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭টি চায়না জাল ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত