সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ
নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে দাবি করা হয়েছে, বন্যায় ২০৫ কিলোমিটার সড়ক ও ১ হাজার ২২ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৯০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে।
জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার দুর্গাপুর উপজেলায় ৮ দশমিক ৪৭ কিলোমিটার সড়ক ও ২০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। কলমাকান্দায় ২৫ কিলোমিটার সড়ক ও ৩৯০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। মদনে ৪৩ কিলোমিটার সড়ক ও ১৬০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২৯ কোটি ২০ লাখ টাকা।
মোহনগঞ্জে ২৫ দশমিক ৯৬ কিলোমিটার সড়ক ও ৫ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। খালিয়াজুরীতে ২০ দশমিক ২০ কিলোমিটার সড়ক ও ৬ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। আটপাড়ায় ২১ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক ও ৩ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৮ কোটি ৬ লাখ টাকা। কেন্দুয়ায় ৫ দশমিক ৩০ কিলোমিটার সড়ক ও ২৮ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ টাকা। সদর উপজেলায় ৩ দশমিক ৯৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪ লাখ টাকা। বারহাট্টা উপজেলায় ২৮ দশমিক ৮৪ কিলোমিটার সড়ক ও ৪১০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা।
জানা গেছে, জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালিয়াজুরী উপজেলায়। এ উপজেলায় ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। এরপর মদন উপজেলায় ২৯ কোটি ২০ লাখ টাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বধলায় উপজেলায় সড়ক ও সেতুর কোনো ক্ষতি হয়নি।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম সেখ বলেন, ‘ক্ষয়ক্ষতির এই তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস বলেন, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক, মোহনগঞ্জ ধর্মপাশা সড়ক ও মদন-খালিয়াজুরী সড়কে বেশ কয়েকটি অংশে বন্যায় প্রায় ২৫ কিলোমিটারে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তা ছাড়া ঠাকুরাকোনা কলমাকান্দা সীমান্ত সড়কও ক্ষতি হয়েছে। তবে এসব সড়কে কাজ চলমান থাকায় এর জন্য বরাদ্দ চাওয়া হয়নি।
নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকা থেকে পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে দাবি করা হয়েছে, বন্যায় ২০৫ কিলোমিটার সড়ক ও ১ হাজার ২২ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৯০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে।
জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার দুর্গাপুর উপজেলায় ৮ দশমিক ৪৭ কিলোমিটার সড়ক ও ২০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। কলমাকান্দায় ২৫ কিলোমিটার সড়ক ও ৩৯০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। মদনে ৪৩ কিলোমিটার সড়ক ও ১৬০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২৯ কোটি ২০ লাখ টাকা।
মোহনগঞ্জে ২৫ দশমিক ৯৬ কিলোমিটার সড়ক ও ৫ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ২২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। খালিয়াজুরীতে ২০ দশমিক ২০ কিলোমিটার সড়ক ও ৬ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। আটপাড়ায় ২১ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক ও ৩ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৮ কোটি ৬ লাখ টাকা। কেন্দুয়ায় ৫ দশমিক ৩০ কিলোমিটার সড়ক ও ২৮ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ টাকা। সদর উপজেলায় ৩ দশমিক ৯৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪ লাখ টাকা। বারহাট্টা উপজেলায় ২৮ দশমিক ৮৪ কিলোমিটার সড়ক ও ৪১০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে; ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা।
জানা গেছে, জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালিয়াজুরী উপজেলায়। এ উপজেলায় ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। এরপর মদন উপজেলায় ২৯ কোটি ২০ লাখ টাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বধলায় উপজেলায় সড়ক ও সেতুর কোনো ক্ষতি হয়নি।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম সেখ বলেন, ‘ক্ষয়ক্ষতির এই তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস বলেন, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক, মোহনগঞ্জ ধর্মপাশা সড়ক ও মদন-খালিয়াজুরী সড়কে বেশ কয়েকটি অংশে বন্যায় প্রায় ২৫ কিলোমিটারে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তা ছাড়া ঠাকুরাকোনা কলমাকান্দা সীমান্ত সড়কও ক্ষতি হয়েছে। তবে এসব সড়কে কাজ চলমান থাকায় এর জন্য বরাদ্দ চাওয়া হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪