Ajker Patrika

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ০৭
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

ময়মনসিংহে পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ দেওয়া হয়। গতকাল সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় দেন।

দণ্ডিতরা হলেন মহানগরীর পুরোহিতপাড়ার সুমন ওরফে পেটকাটা সুমন, ব্রাহ্মপল্লির কামরুল হাসান ও শেওড়া ডিবি রোড এলাকার সারোয়ার হোসেন ওরফে শাওন।

জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় মামলার এক নম্বর আসামি সুমন ওরফে পেটকাটা সুমন পলাতক থাকলেও কামরুল হাসান এবং সারোয়ার হোসেন ওরফে শাওন উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুন্ডু নিহত হন। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে তিনজনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন।

বিশ্বজিৎ কুন্ডু নগরীর বিদ্যাময়ী স্কুলের বিপরীত পাশে থাকতেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি রেজাউল করিম দুলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত