ধানের দামে হতাশায় কৃষক
মুক্তাগাছায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকেরা। বর্তমানে বাজারে চালের তুলনায় ধানের দাম অনেক কম। কৃষকেরা বলছেন, এক মণ বোরো ধানের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। কিন্তু ১ মণ চালের দাম ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এক মণ ধানে ২৬-২৭ কেজি চাল হয়। তাঁরা ধানের দাম বাড়ানোর দাবি জানান।