Ajker Patrika

নগরে বন্ধ হয়নি কোচিং সেন্টার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ০৬
নগরে বন্ধ হয়নি কোচিং সেন্টার

সরকারের নির্দেশ অমান্য করে ময়মনসিংহ নগরে চলছে রমরমা কোচিং ব্যবসা। শিক্ষকেরা বলছেন, করোনার ক্ষতি পোষাতে কোচিং সেন্টার চালু রেখেছেন তাঁরা। ১৫ জুন থেকে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার সরকারি নির্দেশ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর কোচিং সেন্টার খ্যাত নাহা রোড, বাউন্ডারি রোড, পিয়ন পাড়া, কালীবাড়ি ও জিলা স্কুল রোডে গিয়ে দেখা যায়, অধিকাংশ কোচিং সেন্টার চালু রয়েছে। পুরোদমে চলছে ক্লাস।

বাউন্ডারোড গিয়ে দেখা যায়, মোতালেব কোচিং সেন্টারে ক্লাস চলছে। পরিচালক আব্দুল মোতালেব নিজেই ক্লাস নিচ্ছেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। ১৫ জুন থেকে কোচিং সেন্টার বন্ধ ঘোষণার পরও ক্লাস পরিচালনার কথা জানতে চাইলে আব্দুল মোতালেব বলেন, ক্লাস শেষে আজ থেকেই বন্ধ করে দেব কোচিং সেন্টার।

ফয়েজ ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোবাশিরা ইয়াসমিন স্নিগ্ধা বলে, ‘মাত্রই ক্লাস থেকে বের হয়েছি। কোচিং বন্ধের বিষয়ে স্যারেরা আমাদের কিছু বলেননি। তাই আমরা নিয়মিত আসব।’

এদিকে সানশাইন কোচিং সেন্টারে গিয়ে দেখা গেছে, পুরোদমে ক্লাস নিচ্ছেন শিক্ষক সায়েম আহম্মেদ। তাঁর কাছে কোচিং সেন্টার বন্ধের বিষয় জানতে চাইলে তিনি উগ্র আচরণ করেন। বলেন, ‘কোচিং না চালালে কী করে চলব?’

অভিভাবক মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনলাইন ক্লাস নেওয়ার কথা থাকলেও সরাসরিই সব কোচিং সেন্টার ক্লাস নিচ্ছে। বাধ্য হয়ে বাচ্চাদের কোচিংয়ে নিয়ে আসতে বাধ্য হচ্ছি।’

কোচিং সেন্টার পরিচালনা কমিটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মূল ধারার শিক্ষকেরা কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো অনেক শিক্ষক কোচিং সেন্টার চালু রাখায় কিছুটা সমস্যা হচ্ছে। প্রশাসন অভিযান পরিচালনা করলেই সব ঠিক হয়ে যাবে।’

জেলা জনউদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চন্নু বলেন, ‘সরকার ভালোর জন্যই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এ সিদ্ধান্তকে শিক্ষকদের স্বাগত জানানো উচিত। প্রশাসন কঠোর হস্তক্ষেপ নেবে আশা করি।’

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। যাঁরা সরকারের আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে দ্রুতই আইনগতভাবে অভিযান পরিচালক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত