ময়মনসিংহ প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে সাবেক ওসি সরোয়ার এবং তাঁর তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করে মামলা করেন। ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তাঁর ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত গোলাম সরোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
সঞ্জীব সরকার আরও বলেন, অন্য দুই মামলায় ওসি গোলাম সরোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০১৯ সাল থেকে অভিযোগের ভিত্তিতে ওসি সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাঁদের দেওয়া সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায়। জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।
গোলাম সরোয়ার দায়িত্বে থাকার সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। তাঁর ছেলে মঞ্জুরুল হক মামুন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারিতে ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা বাবার ক্ষমতার অপব্যবহার করে আয় করার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মেজ ছেলে নাজমুল হক মারুফ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
বড় ছেলে এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করায় তাঁর নামে মামলা করে দুদক।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জীব সরকার। তিনি জানান, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে সাবেক ওসি সরোয়ার এবং তাঁর তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করে মামলা করেন। ওই মামলায় ওসি গোলাম সরোয়ার ও তাঁর ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত গোলাম সরোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
সঞ্জীব সরকার আরও বলেন, অন্য দুই মামলায় ওসি গোলাম সরোয়ারের অপর দুই ছেলে নাজমুল হক এবং মঞ্জুরুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০১৯ সাল থেকে অভিযোগের ভিত্তিতে ওসি সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাঁদের দেওয়া সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায়। জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।
গোলাম সরোয়ার দায়িত্বে থাকার সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। তাঁর ছেলে মঞ্জুরুল হক মামুন একজন সিভিল ইঞ্জিনিয়ার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারিতে ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা বাবার ক্ষমতার অপব্যবহার করে আয় করার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মেজ ছেলে নাজমুল হক মারুফ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
বড় ছেলে এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করায় তাঁর নামে মামলা করে দুদক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪