Ajker Patrika

১১ ইউপিতে আ.লীগ জয়ী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২২, ১২: ৩৮
১১ ইউপিতে আ.লীগ জয়ী

টাঙ্গাইলের ছয় উপজেলার ১৮ ইউপিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে ১১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া পাঁচটিতে স্বতন্ত্র ও দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। তবে ইভিএমে ভোট দিতে ধীরগতি হওয়ায় কোনো কোনো কেন্দ্রে বিকেল ৪টার পরেও ভোট গ্রহণ চলে। এ ছাড়া বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিতে দেখা গেছে।

মধুপুরের ছয় ইউপির পাঁচটিতে নৌকা ও একটিতে বিদ্রোহী প্রার্থী, মির্জাপুরে ছয় ইউপির তিনটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী, সখীপুরের দুই ইউপিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে বাসাইলের একটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র, নাগরপুরের একটি ইউপিতে স্বতন্ত্র ও দেলদুয়ারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, মধুপুরের কুড়ালিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, আউশনারা ইউপিতে মো. গোলাম মোস্তফা, শোলাকুড়ী ইউপিতে অ্যাডভোকেট ইয়াকুব আলী, বেরীবাইদ ইউপিতে মো. জুলহাস উদ্দিন এবং কুড়াগাছা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফজলুল হক নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। এ ছাড়া মধুপুরের মহিষমারা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহি উদ্দিন মহির আনারস প্রতীকে জয়ী হয়েছেন।

মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউপিতে আবু সাইদ ছাদু (নৌকা), আজগানা ইউপিতে কাদের সিকদার (নৌকা), ফতেপুরে আব্দুর রউফ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে তরফপুর ইউপিতে স্বতন্ত্রের আবরণে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিএনপির নেতা আজিজ রেজা, ভারড়া ইউপিতে (ঘোড়া) মাসুদুর রহমান ও লতিফপুরে মোটরসাইকেল প্রতীক নিয়ে আলী হোসেন রনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে সখীপুরের দুটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে দাড়িয়াপুর ইউপিতে আনছার আলী আসিফ ও গজারিয়ায় আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। বাসাইলে দুটি ইউপির মধ্যে সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোহানুর রহমান সোহেল ও কাশিল ইউপিতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী মিয়া চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া নাগরপুরের ভারড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আ. কুদ্দুছ মিয়া ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাত হোসেন আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচনের আগের দিন গত মঙ্গলবার গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল এবং মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনের ৩ দিন আগে মধুপুর উপজেলার অরণখোলা ইউপিতে নির্বাচন স্থগিত করে কমিশন।

নির্বাচন প্রসঙ্গে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইভিএমে প্রথমবার ভোট দেওয়া নিয়ে অনেক জায়গাতেই সময়ক্ষেপণ করেছেন ভোটাররা। তাই কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে সাড়ে ৬টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত