Ajker Patrika

১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৪: ১৬
১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

টাঙ্গাইলের ৬টি উপজেলার ১৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সখীপুরে দুটি, মধুপুরে ছয়টি, মির্জাপুর ছয়টি, বাসাইলে দুটি, নাগরপুর একটি ও দেলদুয়ার উপজেলার একটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি সরাসরি অংশ না নিলেও প্রায় সব কটি ইউপিতেই দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় টান টান উত্তেজনা রয়েছে ভোটারদের মধ্যে।

আরও জানা গেছে, ১৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এসব ইউপির ২ লাখ ৭০ হাজার ৮৮১ ভোটার ১৬৩টি কেন্দ্রে ভোট দেবেন।

এদিকে মধুপুর উপজেলার অরণখোলা ও ফুলবাগচালা এবং গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউপিতে নির্বাচন স্থগিত করেছে কমিশন।

মধুপুর উপজেলায় আট ইউপিতে ভোট গ্রহণের কথা থাকলেও কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ীতে ভোট গ্রহণ করা হচ্ছে। অরণখোলা ও ফুলবাগচালার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ওই ছয় ইউপিতে ২৫ জন চেয়ারম্যান, ৬০ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৭২ জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫৪টি কেন্দ্রে প্রয়োজনীয়সংখ্যক বুথ স্থাপন করা হয়েছে। ইভিএম ব্যবহারে দক্ষ ৫৪ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ৫৬৪ জন পোলিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। মোট ভোটার ৯৪ হাজার ২২২ জন।

মির্জাপুর উপজেলার আজগানা, তরফপুর, লতিফপুর, ফতেপুর, ভাওড়া ও বহুরিয়া এ ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত নারী আসনে ৬০ ও সাধারণ আসনে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় ইউপিতে ৫৯টি কেন্দ্র রয়েছে।

সখীপুর উপজেলায় গজারিয়া ও দাড়িয়াপুর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই ইউপিতে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত নারী আসনে ২০ ও সাধারণ আসনে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। এখানে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাসাইল উপজেলার বাসাইল সদর ও কাশিল ইউপিতে ভোট গ্রহণ হচ্ছে আজ। এ দুটিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী আসনে ২১ ও সাধারণ সদস্য ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাগরপুরের ভাড়রা ইউপিতে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী আসনে ১৩, সাধারণ আসনে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপিতে শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৬ জন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনী মাঠে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আশা করেন, নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত