চোখের জলে ইউক্রেনকে শিরোপা উৎসর্গ সিটি ফুটবলারের
ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের।