Ajker Patrika

রোনালদোর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ১ শতাংশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৭
রোনালদোর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ১ শতাংশ

টানা ছয় ম্যাচে গোলহীন থাকার পর অবশেষে ছন্দে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাইটনের বিপক্ষে পেয়েছেন স্বস্তির গোলটিও। তবে এর পরও হয়তো পুরোপুরি স্বস্তিতে থাকার সুযোগ নেই রোনালদোর। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান বলছে, রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

ঠিক বিপরীত অবস্থানে আছে ম্যানইউর নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইংলিশ চ্যাম্পিয়নদের সম্ভাবনা ২৫ শতাংশ।

ম্যানসিটির ঠিক পরেই আছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সালজবুর্গের বিপক্ষে প্রথম লেগে ড্র করা বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা ২০ শতাংশ। ২০১৯ সালে ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব ফের প্রতিষ্ঠা করে লিভারপুল। এবার ইন্টার মিলানকে প্রথম লেগে ২-০ গোলে হারিয়ে শেষ আটের পথে অনেক দূর এগিয়ে গেছে ‘অল রেড’রা। লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা ১৫ শতাংশ। 

কিছুটা অবাক করার মতো হলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারে এমন চতুর্থ সম্ভাব্য দলটি হলো আয়াক্স। তাদের ১৩ শতাংশ সুযোগ আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের। 

বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আছে তালিকার ৫ নম্বরে। ব্লুজদের ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ১০ শতাংশ। যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল ইতিমধ্যে প্রথম লেগে পিএসজির কাছে হেরে বসেছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৪ শতাংশ। 

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে থাকার পরও পরিসংখ্যান পক্ষে নেই পিএসজির। প্যারিস পরাশক্তিরা প্রথম চ্যাম্পিয়নস লিগ জিততে পারে সেই সম্ভাবনা আছে রিয়ালের মতোই ৪ শতাংশ। ভিয়ারিয়ালে সম্ভাবনা দেখা যাচ্ছে ৩ শতাংশ। ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদের সম্ভাবনা আছে ২ শতাংশ। ম্যানইউ ছাড়া জুভেন্টাসেরও শিরোপা জয়ের সম্ভাবনা ১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত