ক্রীড়া ডেস্ক
ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ এখনো চোখে লেগে আছে ফুটবলপ্রেমীদের চোখে। ঘরের মাঠে সাত গোলের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার সিটি জিতেছে ঠিকই কিন্তু তারপরও নেই স্বস্তি। তিন গোল করে হেরেও মুখ টিপে হেসেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা কারণ দ্বিতীয় লেগের ম্যাচটা তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্রথম লেগে যে পরিমাণ সুযোগ নষ্ট করেছে ম্যানসিটি, সেই ভুলের খেসারত আজ বার্নাব্যুতে পেপ গার্দিওলার দলকে দেওয়া লাগতে পারে বলে সতর্ক করেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। বার্নাব্যুতে জিততে হলে সিটির ফুটবলারদের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সটাই দিতে হবে বলে মন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি।
স্কাই স্পোর্টসের ফুটবল পণ্ডিত হিসেবে সিটি-রিয়ালের ম্যাচ নিয়ে নেভিলের বিশ্লেষণ ছিল এমন, ‘সপ্তাহের মাঝামাঝি সময়ে সিটির সামনে বিশাল একটা ম্যাচের অপেক্ষায়। ম্যানসিটি-রিয়াল একটা বড় ম্যাচ। গত সপ্তাহেও ম্যাচটা ছিল দারুণ তবে বুধবারের (আজ) ম্যাচটা অনেকটা হেভিয়েট বক্সিংয়ের মতো।’
প্রথম লেগে হারা রিয়াল আজ ম্যানসিটিকে ধসিয়ে দিতে পারে বলেও মন্তব্য নেভিলের, ‘রিয়াল এই মৌসুমেই পিএসজি, চেলসির বিপক্ষে বেকায়দায় পড়েছিল। কিন্তু তাঁরা ঠিকই উঠে দাঁড়িয়েছে। সিটি যতই ভালো খেলুক না কেন, যতই বল নিজেদের পায়ে রাখুক একটা কথা মাথায় রাখতে হবে সিটি এমন একটা দৈত্যের সঙ্গে লড়ছে যাদের কীভাবে হারাতে হয় কিংবা থামাতে হয় সেই উপায় কারও জানা নেই। বুধবারে সেটাই হতে চলেছে।’
১৩ চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের বিপক্ষে আজকের ম্যাচটা সিটির মৌসুমের গতিপথ পাল্টে দিতে পারে বলে সতর্ক করেছেন নেভিল। ঘরোয়া লিগ শিরোপার পথে আছে সিটি। চ্যাম্পিয়নস লিগে হারলে সেই শিরোপাও হাতছাড়া হওয়ার ইঙ্গিত নেভিলের। বলেছেন, ‘মৌসুমের বাকি খেলাগুলোতেও আজকের ম্যাচের একটা প্রভাব থাকবে। ফাইনালে উঠতে না পারলে গত মৌসুমে চেলসির কাছে দুর্ভাগ্যজনক হারের প্রভাবটা পেপ গার্দিওলা ও তার দলকে কুড়ে কুড়ে খাবে। সিটির জন্য এটা অনেক বড় একটা ম্যাচ।’
ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেশ এখনো চোখে লেগে আছে ফুটবলপ্রেমীদের চোখে। ঘরের মাঠে সাত গোলের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার সিটি জিতেছে ঠিকই কিন্তু তারপরও নেই স্বস্তি। তিন গোল করে হেরেও মুখ টিপে হেসেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা কারণ দ্বিতীয় লেগের ম্যাচটা তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্রথম লেগে যে পরিমাণ সুযোগ নষ্ট করেছে ম্যানসিটি, সেই ভুলের খেসারত আজ বার্নাব্যুতে পেপ গার্দিওলার দলকে দেওয়া লাগতে পারে বলে সতর্ক করেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। বার্নাব্যুতে জিততে হলে সিটির ফুটবলারদের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সটাই দিতে হবে বলে মন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি।
স্কাই স্পোর্টসের ফুটবল পণ্ডিত হিসেবে সিটি-রিয়ালের ম্যাচ নিয়ে নেভিলের বিশ্লেষণ ছিল এমন, ‘সপ্তাহের মাঝামাঝি সময়ে সিটির সামনে বিশাল একটা ম্যাচের অপেক্ষায়। ম্যানসিটি-রিয়াল একটা বড় ম্যাচ। গত সপ্তাহেও ম্যাচটা ছিল দারুণ তবে বুধবারের (আজ) ম্যাচটা অনেকটা হেভিয়েট বক্সিংয়ের মতো।’
প্রথম লেগে হারা রিয়াল আজ ম্যানসিটিকে ধসিয়ে দিতে পারে বলেও মন্তব্য নেভিলের, ‘রিয়াল এই মৌসুমেই পিএসজি, চেলসির বিপক্ষে বেকায়দায় পড়েছিল। কিন্তু তাঁরা ঠিকই উঠে দাঁড়িয়েছে। সিটি যতই ভালো খেলুক না কেন, যতই বল নিজেদের পায়ে রাখুক একটা কথা মাথায় রাখতে হবে সিটি এমন একটা দৈত্যের সঙ্গে লড়ছে যাদের কীভাবে হারাতে হয় কিংবা থামাতে হয় সেই উপায় কারও জানা নেই। বুধবারে সেটাই হতে চলেছে।’
১৩ চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের বিপক্ষে আজকের ম্যাচটা সিটির মৌসুমের গতিপথ পাল্টে দিতে পারে বলে সতর্ক করেছেন নেভিল। ঘরোয়া লিগ শিরোপার পথে আছে সিটি। চ্যাম্পিয়নস লিগে হারলে সেই শিরোপাও হাতছাড়া হওয়ার ইঙ্গিত নেভিলের। বলেছেন, ‘মৌসুমের বাকি খেলাগুলোতেও আজকের ম্যাচের একটা প্রভাব থাকবে। ফাইনালে উঠতে না পারলে গত মৌসুমে চেলসির কাছে দুর্ভাগ্যজনক হারের প্রভাবটা পেপ গার্দিওলা ও তার দলকে কুড়ে কুড়ে খাবে। সিটির জন্য এটা অনেক বড় একটা ম্যাচ।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১০ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৬ ঘণ্টা আগে