সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
ঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
১১ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগে