সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি ছাড়ার বছরেই ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, আগুয়েরোর সম্মানে ইতিহাদে ভাস্কর্য নির্মাণ করা হবে। আর্জেন্টাইন তারকার ঐতিহাসিক সেই গোলের এক দশক পর এবার ইতিহাদ স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বানিয়েছে ম্যানসিটি। আজ সাবেক সিটিজেন স্ট্রাইকারের উপস্থিতিতে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে৷
সিটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি গোলও তাঁর। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা তাঁর সেই ঐতিহাসিক গোলেই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। সেই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতেই সিটির এই আয়োজন। আগুয়েরো নিজেও বেশ আপ্লুত হয়েছেন এমন সম্মান পেয়ে। তিনি বলেছেন, ‘অসাধারণ, বেশ খুশি লাগছে। এটি আমার জন্য বিশেষ একটা ব্যাপার। ওই মুহূর্তটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। ওটা আমার জীবনের সেরা মুহূর্ত। আজীবন এর স্মৃতি হৃদয়ে অক্ষত থাকবে।’
লিগ জেতার ওই বছরটা সিটির জন্য ছিল একটা বাঁকবদল। কারণ এরপর থেকেই তারা সাফল্য পেতে শুরু করে। আগুয়েরোও বললেন সে কথায়, ‘জানি না ওই বছর প্রিমিয়ার লিগে হারলে এখন এই অবস্থায় আসতে পারতাম কিনা। বছরটা সবকিছু পরিবর্তন করে দিয়েছে, কারণ এর পরের বছর থেকেই আমরা ট্রফি জিততে শুরু করেছি।’
এদিকে ভাস্কর্য বসানোর পর সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারাক জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো ক্লাবে যে অবদান রেখেছে, তা ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছে। আগুয়েরোকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, ‘নিঃসন্দেহে সে এই খেলাটার সর্বকালের সেরাদের একজন। আমাদের সমর্থকেরা যখন সার্জিওর কথা ভাবেন, তখন সেই ঐতিহাসিক ৯৩:২০ গোলটার কথাই মনে করেন। তবে তার ২৬০ গোলের রেকর্ড বলে, তার প্রভাবটা ক্লাবে অনেক বেশি।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
১০ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১৩ ঘণ্টা আগে