প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ধরা হচ্ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল দ্বৈরথ। সেই দ্বৈরথে দুইবার পিছিয়ে পড়েও সিটির মাঠ ইতিহাদে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ে লিগ শিরোপার লড়াইও জমিয়ে রাখল দুই দল।
সিটির মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। সিটির অবশ্য এগিয়ে যেতে ৫ মিনিটের বেশি লাগেনি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। সিটির আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিয়েছে লিভারপুল। ১৩ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান ডিয়োগো জোতা।
লিভারপুল সমতায় ফেরার পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ঝাঁপিয়ে পড়ে। নান্দনিক ফুটবলের পসরায় লড়াইও জমিয়ে তোলে তারা। তবে ৩৬ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর সহায়তায় সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর সমতায় ফিরতে অবশ্য এক মিনিটের বেশি সময় নেয়নি লিভারপুল। সালাহর দারুণ এক অ্যাসিস্টে লিভারপুলকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান সাদিও মানে। সমতায় ফেরার পর দুই দলই গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। এর মাঝে সিটিকে আরেকবার এগিয়েও দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরাজের শট ফিরে আসে বারে লেগে। গোলের লক্ষ্যে এরপর দুই দলই একাধিক পরিবর্তন আনে, তবে কোনো পরিবর্তনই আর শেষ পর্যন্ত গোল এনে দিতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ধরা হচ্ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল দ্বৈরথ। সেই দ্বৈরথে দুইবার পিছিয়ে পড়েও সিটির মাঠ ইতিহাদে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ে লিগ শিরোপার লড়াইও জমিয়ে রাখল দুই দল।
সিটির মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। সিটির অবশ্য এগিয়ে যেতে ৫ মিনিটের বেশি লাগেনি। বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। সিটির আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিয়েছে লিভারপুল। ১৩ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান ডিয়োগো জোতা।
লিভারপুল সমতায় ফেরার পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ঝাঁপিয়ে পড়ে। নান্দনিক ফুটবলের পসরায় লড়াইও জমিয়ে তোলে তারা। তবে ৩৬ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। জোয়াও কানসেলোর সহায়তায় সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পর সমতায় ফিরতে অবশ্য এক মিনিটের বেশি সময় নেয়নি লিভারপুল। সালাহর দারুণ এক অ্যাসিস্টে লিভারপুলকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান সাদিও মানে। সমতায় ফেরার পর দুই দলই গোলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। এর মাঝে সিটিকে আরেকবার এগিয়েও দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর ফ্রি-কিক থেকে রিয়াদ মাহরাজের শট ফিরে আসে বারে লেগে। গোলের লক্ষ্যে এরপর দুই দলই একাধিক পরিবর্তন আনে, তবে কোনো পরিবর্তনই আর শেষ পর্যন্ত গোল এনে দিতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে