নিজেদের দোষ দেওয়া ছাড়া এখন যেন আর কিছুই করার নেই পেপ গার্দিওলার। কুড়ালটা নিজেদের পায়েই মেরেছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। গোলহীন এক ড্রয়ে সিটিজেনদের কাঁধে এখন তপ্ত নিঃশ্বাস ফেলছে লিভারপুল।
আগামীকাল রাতে পয়েন্ট টেবিলের চারে থাকা আর্সেনালের মাঠে গিয়ে খেলবে লিভারপুল। জয় পেলেই শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে অলরেডদের মাঝখানে থাকবে মাত্র ১ পয়েন্টের ব্যবধান। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ইয়ুর্গেন ক্লপের দলকে এত কাছে সুযোগটা করে দিয়েছেন ম্যানসিটি ফুটবলাররা। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৬।
সেলহার্স্ট পার্কে ম্যাচটা জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের শট ফিরেছে পোস্টে লেগে। রিয়াদ মাহরেজেও ব্যর্থ। ৭১ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বের্নাদো সিলভা বল সোজা রাখতে পারলেও গোল পায় ম্যানসিটি।
এত চেষ্টার পরও জয় না পেয়ে প্যালেসের ম্যাচ শেষে যেন দার্শনিক বনে গেছেন গার্দিওলা, ‘ফুটবলে ভাগ্য বলে কিছু নেই। আমাদের গোল করা উচিত ছিল, কিন্তু আমরা পারিনি।’ আর শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে ক্রিস্টাল প্যালেস। দলের ফরাসি ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা ধন্যবাদ দিলেন ভাগ্যকে, ‘ম্যানসিটির মতো দলের বিপক্ষে গোল হজমের ভালো ঝুঁকি থাকে। এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, তবে আজকে (গতকাল) আমরা একটা দল হয়েই খেলেছি। ’
নিজেদের দোষ দেওয়া ছাড়া এখন যেন আর কিছুই করার নেই পেপ গার্দিওলার। কুড়ালটা নিজেদের পায়েই মেরেছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। গোলহীন এক ড্রয়ে সিটিজেনদের কাঁধে এখন তপ্ত নিঃশ্বাস ফেলছে লিভারপুল।
আগামীকাল রাতে পয়েন্ট টেবিলের চারে থাকা আর্সেনালের মাঠে গিয়ে খেলবে লিভারপুল। জয় পেলেই শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে অলরেডদের মাঝখানে থাকবে মাত্র ১ পয়েন্টের ব্যবধান। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ইয়ুর্গেন ক্লপের দলকে এত কাছে সুযোগটা করে দিয়েছেন ম্যানসিটি ফুটবলাররা। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৬।
সেলহার্স্ট পার্কে ম্যাচটা জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের শট ফিরেছে পোস্টে লেগে। রিয়াদ মাহরেজেও ব্যর্থ। ৭১ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বের্নাদো সিলভা বল সোজা রাখতে পারলেও গোল পায় ম্যানসিটি।
এত চেষ্টার পরও জয় না পেয়ে প্যালেসের ম্যাচ শেষে যেন দার্শনিক বনে গেছেন গার্দিওলা, ‘ফুটবলে ভাগ্য বলে কিছু নেই। আমাদের গোল করা উচিত ছিল, কিন্তু আমরা পারিনি।’ আর শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে ক্রিস্টাল প্যালেস। দলের ফরাসি ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা ধন্যবাদ দিলেন ভাগ্যকে, ‘ম্যানসিটির মতো দলের বিপক্ষে গোল হজমের ভালো ঝুঁকি থাকে। এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, তবে আজকে (গতকাল) আমরা একটা দল হয়েই খেলেছি। ’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে