নিজেদের দোষ দেওয়া ছাড়া এখন যেন আর কিছুই করার নেই পেপ গার্দিওলার। কুড়ালটা নিজেদের পায়েই মেরেছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। গোলহীন এক ড্রয়ে সিটিজেনদের কাঁধে এখন তপ্ত নিঃশ্বাস ফেলছে লিভারপুল।
আগামীকাল রাতে পয়েন্ট টেবিলের চারে থাকা আর্সেনালের মাঠে গিয়ে খেলবে লিভারপুল। জয় পেলেই শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে অলরেডদের মাঝখানে থাকবে মাত্র ১ পয়েন্টের ব্যবধান। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ইয়ুর্গেন ক্লপের দলকে এত কাছে সুযোগটা করে দিয়েছেন ম্যানসিটি ফুটবলাররা। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৬।
সেলহার্স্ট পার্কে ম্যাচটা জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের শট ফিরেছে পোস্টে লেগে। রিয়াদ মাহরেজেও ব্যর্থ। ৭১ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বের্নাদো সিলভা বল সোজা রাখতে পারলেও গোল পায় ম্যানসিটি।
এত চেষ্টার পরও জয় না পেয়ে প্যালেসের ম্যাচ শেষে যেন দার্শনিক বনে গেছেন গার্দিওলা, ‘ফুটবলে ভাগ্য বলে কিছু নেই। আমাদের গোল করা উচিত ছিল, কিন্তু আমরা পারিনি।’ আর শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে ক্রিস্টাল প্যালেস। দলের ফরাসি ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা ধন্যবাদ দিলেন ভাগ্যকে, ‘ম্যানসিটির মতো দলের বিপক্ষে গোল হজমের ভালো ঝুঁকি থাকে। এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, তবে আজকে (গতকাল) আমরা একটা দল হয়েই খেলেছি। ’
নিজেদের দোষ দেওয়া ছাড়া এখন যেন আর কিছুই করার নেই পেপ গার্দিওলার। কুড়ালটা নিজেদের পায়েই মেরেছেন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। গোলহীন এক ড্রয়ে সিটিজেনদের কাঁধে এখন তপ্ত নিঃশ্বাস ফেলছে লিভারপুল।
আগামীকাল রাতে পয়েন্ট টেবিলের চারে থাকা আর্সেনালের মাঠে গিয়ে খেলবে লিভারপুল। জয় পেলেই শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে অলরেডদের মাঝখানে থাকবে মাত্র ১ পয়েন্টের ব্যবধান। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে ইয়ুর্গেন ক্লপের দলকে এত কাছে সুযোগটা করে দিয়েছেন ম্যানসিটি ফুটবলাররা। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৬।
সেলহার্স্ট পার্কে ম্যাচটা জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের শট ফিরেছে পোস্টে লেগে। রিয়াদ মাহরেজেও ব্যর্থ। ৭১ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বের্নাদো সিলভা বল সোজা রাখতে পারলেও গোল পায় ম্যানসিটি।
এত চেষ্টার পরও জয় না পেয়ে প্যালেসের ম্যাচ শেষে যেন দার্শনিক বনে গেছেন গার্দিওলা, ‘ফুটবলে ভাগ্য বলে কিছু নেই। আমাদের গোল করা উচিত ছিল, কিন্তু আমরা পারিনি।’ আর শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে ক্রিস্টাল প্যালেস। দলের ফরাসি ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা ধন্যবাদ দিলেন ভাগ্যকে, ‘ম্যানসিটির মতো দলের বিপক্ষে গোল হজমের ভালো ঝুঁকি থাকে। এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, তবে আজকে (গতকাল) আমরা একটা দল হয়েই খেলেছি। ’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
১০ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১৩ ঘণ্টা আগে