Ajker Patrika

বার্সার কষ্টের জয়, ডার্বিতে ম্যানসিটির বাজিমাত

বার্সার কষ্টের জয়, ডার্বিতে ম্যানসিটির বাজিমাত

লা লিগায় এইচের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। আর প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। দাপুটে খেলে ম্যানসিটি জিতেছে ৪-১ গোলে। সিটির জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহারেজ। 

এইচের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়েও শুরুতে গোলের দেখা পায়নি কাতালান পরাশক্তিরা। উল্টো ৪৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল। 

বিরতির পরও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। ধারাবাহিক আক্রমণের ফল স্বরূপ বার্সা সমতা ফেরায় ম্যাচের ৬০ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। আর ৮৪ মিনিটে পেনাল্টি গোলে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। এই জয়ে রিয়াল বেতিসকে পেছনে ফেলে টেবিলে ৩ নম্বরে ওঠে এসেছে বার্সা। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৮। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউকে চেপে ধরে ম্যানসিটি। সিটির আক্রমণের সামনে শুরুতেই খেই হারিয়ে ফেলে ম্যানইউ। ৫ মিনিটে সিটিকে লিড এনে দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। তবে ২২ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান জাদোন সানচো। সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন ডি ব্রুইন। 

বিরতির পরও দাপট ছিল সিটির। ৬৮ মিনিটে ম্যানইউকে কোণঠাসা করে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ। শেষ আবার লক্ষ্যভেদ করে ব্যবধান ৪-১ করেন মাহারেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত