চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ১১ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তখন মনে হচ্ছিল বড় ব্যবধানেই জিততে যাচ্ছে সিটি ৷ তবে কে জানত, নাটকীয়তা তখনো শুরুই হয়নি। আক্রমণ প্রতি আক্রমণের জমজমাট লড়াই আর রক্ষণে ভুলের ছড়াছড়ির ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ৭ টা। যেখানে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে ম্যানসিটি। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা।
তবে ইতিহাদে মাত্র ১ গোলের ব্যবধানের জয় নিয়ে আফসোস করতে পারে সিটি। ফিনিশিংয়ে একের পর এক ভুল না করলে তারা আরও অনেক বেশি গোল করতে পারত। এখন রিয়ালের মাঠে খুব বেশি নির্ভার হয়ে থাকার সুযোগ নেই সিটির।
ঘরের মাঠে এদিন ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যায় ম্যানসিটি। রিয়াদ মাহরেজের সহায়তায় দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন দুর্দান্ত ছন্দে থাকা কেভিন ডি ব্রুইন। ৯৩ সেকেন্ডে করা এই গোলটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে করা সবচেয়ে দ্রুততম গোল। দ্রুত গোল খেয়ে রিয়াল থিতু হওয়ার আগেই দ্বিতীয়বার লিড পেয়ে যায় সিটি। এবার লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল জেসুস।
দুই গোলে পিছিয়ে থাকা রিয়াল এ সময় বেশ কোণঠাসা হয়ে পড়ে। এই সুযোগে আক্রমণের ঝড়ে একাধিক সুযোগ তৈরি করে সিটি। ফিনিশিংয়ে ফোডেনরা ভুল না করলে প্রথমার্ধেই অন্তত ৪ গোলে এগিয়ে যেতে পারত সিটি।
আর এই সুযোগ কাজে লাগিয়ে ঠিকই ম্যাচে ফেরে রিয়াল। দুঃসময়ের ত্রাতা হয়ে ওঠা বেনজেমায় এক গোল শোধ করে ম্যাচে ফেরে রিয়াল। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরই এগিয়ে যেতে পারত সিটি। রিয়ালের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে কাছাকাছি পৌঁছেও সাইড পোস্টে মেরে গোল বঞ্চিত হন মাহরেজ। ফিরতি বলে বিপজ্জনক জায়গা থেকে ফোডেনের শট ঠেকান দানি কারভাহাল।
তবে ৫৩ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি ফোডেন। ফার্নান্দিনিয়োর ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা ফোডেন। ২ মিনিট পর ব্যবধান কমিয়ে উত্তেজনা জমিয়ে রাখতে অবশ্য ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। অনেকটা একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান ৩-২ করেন এই ব্রাজিলিয়ান তারকা।
৭৪ মিনিটে আচমকা এক শটে গোল করে সিটির হয়ে ব্যবধান ৪-২ করেন বের্নার্দো সিলভা। তবে ম্যাচে নাটকীয়তা যেন সহজেই শেষ হওয়ার ছিল না। ৮২ মিনিটে ডি-বক্সের ভেতরে এমেরিক লাপোর্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ব্যবধান ৪-৩ করেন বেনজেমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ১১ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তখন মনে হচ্ছিল বড় ব্যবধানেই জিততে যাচ্ছে সিটি ৷ তবে কে জানত, নাটকীয়তা তখনো শুরুই হয়নি। আক্রমণ প্রতি আক্রমণের জমজমাট লড়াই আর রক্ষণে ভুলের ছড়াছড়ির ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ৭ টা। যেখানে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে ম্যানসিটি। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা।
তবে ইতিহাদে মাত্র ১ গোলের ব্যবধানের জয় নিয়ে আফসোস করতে পারে সিটি। ফিনিশিংয়ে একের পর এক ভুল না করলে তারা আরও অনেক বেশি গোল করতে পারত। এখন রিয়ালের মাঠে খুব বেশি নির্ভার হয়ে থাকার সুযোগ নেই সিটির।
ঘরের মাঠে এদিন ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যায় ম্যানসিটি। রিয়াদ মাহরেজের সহায়তায় দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন দুর্দান্ত ছন্দে থাকা কেভিন ডি ব্রুইন। ৯৩ সেকেন্ডে করা এই গোলটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে করা সবচেয়ে দ্রুততম গোল। দ্রুত গোল খেয়ে রিয়াল থিতু হওয়ার আগেই দ্বিতীয়বার লিড পেয়ে যায় সিটি। এবার লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল জেসুস।
দুই গোলে পিছিয়ে থাকা রিয়াল এ সময় বেশ কোণঠাসা হয়ে পড়ে। এই সুযোগে আক্রমণের ঝড়ে একাধিক সুযোগ তৈরি করে সিটি। ফিনিশিংয়ে ফোডেনরা ভুল না করলে প্রথমার্ধেই অন্তত ৪ গোলে এগিয়ে যেতে পারত সিটি।
আর এই সুযোগ কাজে লাগিয়ে ঠিকই ম্যাচে ফেরে রিয়াল। দুঃসময়ের ত্রাতা হয়ে ওঠা বেনজেমায় এক গোল শোধ করে ম্যাচে ফেরে রিয়াল। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরই এগিয়ে যেতে পারত সিটি। রিয়ালের এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে কাছাকাছি পৌঁছেও সাইড পোস্টে মেরে গোল বঞ্চিত হন মাহরেজ। ফিরতি বলে বিপজ্জনক জায়গা থেকে ফোডেনের শট ঠেকান দানি কারভাহাল।
তবে ৫৩ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি ফোডেন। ফার্নান্দিনিয়োর ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ তারকা ফোডেন। ২ মিনিট পর ব্যবধান কমিয়ে উত্তেজনা জমিয়ে রাখতে অবশ্য ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। অনেকটা একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান ৩-২ করেন এই ব্রাজিলিয়ান তারকা।
৭৪ মিনিটে আচমকা এক শটে গোল করে সিটির হয়ে ব্যবধান ৪-২ করেন বের্নার্দো সিলভা। তবে ম্যাচে নাটকীয়তা যেন সহজেই শেষ হওয়ার ছিল না। ৮২ মিনিটে ডি-বক্সের ভেতরে এমেরিক লাপোর্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ব্যবধান ৪-৩ করেন বেনজেমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে