Ajker Patrika

সিটি-রিয়ালের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪: ২৬
Thumbnail image

একটি দল, যারা গত এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করে যাচ্ছে। বিপুল অর্থ ঢেলে খেলোয়াড় কেনা কিংবা বিশ্বের অন্যতম সেরা কোচকে দিয়ে চেষ্টা করা, কোনো কিছুই বাদ রাখেনি তারা। এর পরও দেখা মেলেনি আরাধ্য শিরোপার।

আর অন্য দলকে ডাকাই হয় ‘ইউরোপের রাজা’ বলে। ইউরোপীয় ফুটবলের ভাগ্য বরাবরই সুপ্রসন্ন তাদের। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১৩টি শিরোপা সেই দলের দখলে। শিরোপা জয়ে তাদের আশপাশেও নেই কোনো দল। এই দুই দল—ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ আজ রাতে মুখোমুখি হচ্ছে আরেকটি আগুনে লড়াইয়ে।

শিরোপার পরিসংখ্যানে দুই দলের অবস্থান দুই মেরুতে হলেও সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে ম্যানসিটির পক্ষে। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউটে মুখোমুখি হয়েছিল দুই দল। রিয়ালের বিপক্ষে দুই লেগেই জিতেছিল সিটি।

ম্যানচেস্টারগামী উড়োজাহাজে ওঠার পর বেনজেমা-মার্সেলোর মুখে চওড়া হাসি। রিয়াল মাদ্রিদের দুই তারকা সেই হাসি নিয়েই আজ ফিরতে চাইবেন এবার অবশ্য দৃশ্যপট ভিন্ন। আগের দুই রাউন্ডে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসিকে বিদায় করে দারুণ উজ্জীবিত রিয়াল। রিয়ালের হয়ে দারুণ ছন্দে আছেন করিম বেনজেমা-লুকা মদরিচরা। ম্যাচের পর ম্যাচে বেনজেমা একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন। ব্যালন ডি’অরের লড়াইয়েও অনেক দূর এগিয়ে গেছেন এই ফরাসি তারকা। আর অভিজ্ঞ মদরিচ চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, এখনো অনেক ফুটবল বাকি আছে তাঁর মধ্যে। সেই ম্যাচে মদরিচের শৈল্পিক এক ক্রসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। সিটির বিপক্ষে মাঠে নামার আগে লিগ শিরোপাও প্রায় নিশ্চিত করে ফেলেছে রিয়াল। এ খবরও নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রিয়াল শিবিরে।

তবে শুধু খেলোয়াড়দের জাদুকরি পারফরম্যান্সই নয়, রিয়ালের ছন্দে থাকার পেছনে কৃতিত্ব দিতে হবে আনচেলত্তির কৌশলের জাদুকেও। চেলসির বিপক্ষে দল যখন ধুঁকছিল, তখন কামাভিঙ্গা ও রদ্রিগোকে নামিয়ে ঠিকই ম্যাচের গতিপথ বদলে দেন রিয়াল কোচ। মিডফিল্ডেও একাধিক বিকল্প রেখে দল সাজানোর সুযোগ এগিয়ে রাখছে আনচেলত্তিকে। আনচেলত্তির এই দল হারার আগে হারছে না। আগের দুই রাউন্ডেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে তরি পার হয়েছে রিয়াল। ‘লস ব্লাংকোস’দের হার না মানা মানসিকতায় এখন আরেকটি ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের।

Captureতবে আগের দুই রাউন্ডের প্রতিপক্ষের চেয়ে এবার রিয়ালের জন্য চ্যালেঞ্জটা অন্য রকম হতে যাচ্ছে। প্রিমিয়ার লিগে শিরোপা জেতার পথে থাকা সিটি আছে নিজেদের সেরা ছন্দে। একের পর এক ম্যাচে জিতে পেপ গার্দিওলার দল এবার ইউরোপের শ্রেষ্ঠত্বটা নিজেদের করে নিতে উন্মুখ। তবে ফাইনালের আগে সেমিতে রিয়ালের কঠিন বাধা পেরোতে হবে তাদের।
এর আগে কোয়ার্টার ফাইনালে সিটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে সিটিকে বেশ বিপাকে ফেলেছিল আতলেতিকো। পরে অবশ্য বাধা পেরিয়ে সেমির টিকিট পায় তারা। তবে সেদিনের পারফরম্যান্সের পর শিষ্যদের সতর্ক করে দিয়েছিলেন গার্দিওলা। বলছিলেন, ‘যদি এই ম্যাচে (কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ) যেভাবে খেলেছি তেমন খেলি, তবে আমাদের কোনো সুযোগ নেই।’

এখন গুরুর আহ্বানে সাড়া দিয়ে গার্দিওলার শিষ্যরা যদি জেগে ওঠেন, তবে ইতিহাদে রোমাঞ্চকর একই দ্বৈরথের আশা করতেই পারেন ফুটবল রোমান্টিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত