Ajker Patrika

নেইমারদের কোচ হওয়ার প্রস্তাবকে গুজব বললেন গার্দিওলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১: ২৯
নেইমারদের কোচ হওয়ার প্রস্তাবকে গুজব বললেন গার্দিওলা

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন পেপ গার্দিওলা। শুধু তাই নয়, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তো আরেক কাঠি সরেস। তারা জানাল, কাতার বিশ্বকাপের পর থেকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে বছরে ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন গার্দিওলা।

তবে সবশেষ খবর হলো, এর কোনোটিই সত্য নয়। লিভারপুল ম্যাচের আগে স্বাভাবিকভাবে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন গার্দিওলা। পুরো বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটির কোচ। এ নিয়ে  ব্রাজিল ফুটবল ফেডারেশন অথবা পেপ গার্দিওলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও অবশ্য পাওয়া গিয়েছিল না। তবু খবরটি বাতাসের মতো ছড়িয়েছিল।  

গার্দিওলা জানিয়েছেন, আজীবনই ম্যান সিটিতে থাকতে চান তিনি। ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে তিনি  বলেছেন, ‘আমি এখানে (ম্যানসিটি) চুক্তিবদ্ধ এবং আমি খুব ভালো আছি। এখানে আজীবন থাকার ইচ্ছা আমার। (সিটির চেয়ে) আর কোনো ভালো জায়গা হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত