ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের।
রাশিয়ার আগ্রাসনের হাত থেকে মাতৃভূমি ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমে পড়েছেন দেশটির অসংখ্য ক্রীড়াবিদ। সিটির হয়ে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত থাকা জিনচেঙ্কো যুদ্ধটা করছেন নিজের মতো করে। সেই যুদ্ধে তিনি জিতেছেন। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পিছিয়ে থাকা সিটি জিতেছে তাদের অষ্টম লিগ শিরোপা।
পাগলাটে এক ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে গতকাল জিনচেঙ্কোর চোখের কোণে জমেছিল বেদনার অশ্রু। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শিশুরা হারাচ্ছে তাদের বাবা-মাকে। ইউরোপের সবচেয়ে উর্বর ভূমির দেশটা আজ ধ্বংসস্তূপ। শিরোপা তুলে ধরতে গিয়ে সেই কথাই যেন মনে এল জিনচেঙ্কোর।
প্রিমিয়ার লিগ শিরোপাটা তাই মাতৃভূমি ইউক্রেনকে উৎসর্গ করেছেন সিটি মিডফিল্ডার। সমর্থকেরাও জিনচেঙ্কোকে সমর্থন জুগিয়ে গেছেন সময়টাতে। মাঠেই দেশের পতাকা দিয়ে শিরোপা জড়িয়ে করেছেন উল্লাস। উল্লাস থামতেই বাঁধ ভাঙল চোখের অশ্রু। চোখের জলে মিশে দেশকে নিয়ে গর্বও।
ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের।
রাশিয়ার আগ্রাসনের হাত থেকে মাতৃভূমি ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমে পড়েছেন দেশটির অসংখ্য ক্রীড়াবিদ। সিটির হয়ে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত থাকা জিনচেঙ্কো যুদ্ধটা করছেন নিজের মতো করে। সেই যুদ্ধে তিনি জিতেছেন। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পিছিয়ে থাকা সিটি জিতেছে তাদের অষ্টম লিগ শিরোপা।
পাগলাটে এক ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে গতকাল জিনচেঙ্কোর চোখের কোণে জমেছিল বেদনার অশ্রু। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শিশুরা হারাচ্ছে তাদের বাবা-মাকে। ইউরোপের সবচেয়ে উর্বর ভূমির দেশটা আজ ধ্বংসস্তূপ। শিরোপা তুলে ধরতে গিয়ে সেই কথাই যেন মনে এল জিনচেঙ্কোর।
প্রিমিয়ার লিগ শিরোপাটা তাই মাতৃভূমি ইউক্রেনকে উৎসর্গ করেছেন সিটি মিডফিল্ডার। সমর্থকেরাও জিনচেঙ্কোকে সমর্থন জুগিয়ে গেছেন সময়টাতে। মাঠেই দেশের পতাকা দিয়ে শিরোপা জড়িয়ে করেছেন উল্লাস। উল্লাস থামতেই বাঁধ ভাঙল চোখের অশ্রু। চোখের জলে মিশে দেশকে নিয়ে গর্বও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে