Ajker Patrika

চোখের জলে ইউক্রেনকে শিরোপা উৎসর্গ সিটি ফুটবলারের 

চোখের জলে ইউক্রেনকে শিরোপা উৎসর্গ সিটি ফুটবলারের 

ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের। 

রাশিয়ার আগ্রাসনের হাত থেকে মাতৃভূমি ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমে পড়েছেন দেশটির অসংখ্য ক্রীড়াবিদ। সিটির হয়ে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত থাকা জিনচেঙ্কো যুদ্ধটা করছেন নিজের মতো করে। সেই যুদ্ধে তিনি জিতেছেন। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পিছিয়ে থাকা সিটি জিতেছে তাদের অষ্টম লিগ শিরোপা। 

পাগলাটে এক ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে গতকাল জিনচেঙ্কোর চোখের কোণে জমেছিল বেদনার অশ্রু। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শিশুরা হারাচ্ছে তাদের বাবা-মাকে। ইউরোপের সবচেয়ে উর্বর ভূমির দেশটা আজ ধ্বংসস্তূপ। শিরোপা তুলে ধরতে গিয়ে সেই কথাই যেন মনে এল জিনচেঙ্কোর। 

প্রিমিয়ার লিগ শিরোপাটা তাই মাতৃভূমি ইউক্রেনকে উৎসর্গ করেছেন সিটি মিডফিল্ডার। সমর্থকেরাও জিনচেঙ্কোকে সমর্থন জুগিয়ে গেছেন সময়টাতে। মাঠেই দেশের পতাকা দিয়ে শিরোপা জড়িয়ে করেছেন উল্লাস। উল্লাস থামতেই বাঁধ ভাঙল চোখের অশ্রু। চোখের জলে মিশে দেশকে নিয়ে গর্বও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত