চাঁদের প্রথম ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান–৩’
মহাকাশ থেকে ‘চন্দ্রযান–৩’-এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ছবিতে দেখা যায়, মহাকাশযান যত কাছে যাচ্ছে, ততই চাঁদের গর্তগুলিকে বড় মনে হচ্ছে। গত শনিবার এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়।