অনলাইন ডেস্ক
চীনের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড চালিয়ে চাঁদ দখলের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা–নাসার প্রধান। তবে চীন এই ধরনের অভিযোগ অস্বীকার করে এর তীব্র সমালোচনা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন দৃঢ়ভাবে নাসা প্রধান বিল নেলসনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে। এবং বিল নেলসনের ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের’ বিরোধিতা করছে।
এর আগে, নাসা প্রধান বিল নেলসন বলেছিলেন যে, তিনি চীনের মহাকাশ বিষয়ে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেছেন—‘আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে যে, চীন যেকোনো সময় চাঁদে পাড়ি জামাতে পারে এবং বলতে পারে যে, এটি আমাদের। তোমরা এখান থেকে চলে যাও।’
এদিকে, বেশ কয়েক দিন আগে চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে দেশটি। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠানো হয়েছে। তিন নভোচারীসহ গতকাল রোববার চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেনঝু–১৪ তে করে যাওয়া ওই তিন মহাকাশচারী আগামী ছয় মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। এই সময়ের মধ্যে ওই তিন মহাকাশচারী তিয়ানগংয়ের মূল অংশ তিয়ানহে–যেখানে মহাকাশচারীরা থাকেন–সেখানে নতুন এই মডিউলে থাকা দুটি আলাদা গবেষণাগার সংযুক্ত করবেন। উল্লেখ্য, চীন ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনটি চালু করে।
চীনের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড চালিয়ে চাঁদ দখলের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা–নাসার প্রধান। তবে চীন এই ধরনের অভিযোগ অস্বীকার করে এর তীব্র সমালোচনা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন দৃঢ়ভাবে নাসা প্রধান বিল নেলসনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে। এবং বিল নেলসনের ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের’ বিরোধিতা করছে।
এর আগে, নাসা প্রধান বিল নেলসন বলেছিলেন যে, তিনি চীনের মহাকাশ বিষয়ে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেছেন—‘আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে যে, চীন যেকোনো সময় চাঁদে পাড়ি জামাতে পারে এবং বলতে পারে যে, এটি আমাদের। তোমরা এখান থেকে চলে যাও।’
এদিকে, বেশ কয়েক দিন আগে চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের কাজ সমাপ্ত করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে দেশটি। এ যাত্রায় চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের সর্বশেষ মডিউল পাঠানো হয়েছে। তিন নভোচারীসহ গতকাল রোববার চীনা মহাকাশযান শেনঝু–১৪ মডিউল নিয়ে তিয়ানগংয়ের উদ্দেশে রওনা করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেনঝু–১৪ তে করে যাওয়া ওই তিন মহাকাশচারী আগামী ছয় মাস ওই মহাকাশ স্টেশনে থাকবেন। এই সময়ের মধ্যে ওই তিন মহাকাশচারী তিয়ানগংয়ের মূল অংশ তিয়ানহে–যেখানে মহাকাশচারীরা থাকেন–সেখানে নতুন এই মডিউলে থাকা দুটি আলাদা গবেষণাগার সংযুক্ত করবেন। উল্লেখ্য, চীন ২০২১ সালে তিয়ানগং মহাকাশ স্টেশনটি চালু করে।
সিরিয়ার নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্র ও শনিবার আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত প্রায় ৩০টি ‘গণহত্যায়’
৩৮ মিনিট আগেতৈরি হচ্ছে বিশাল এক অ্যাপার্টমেন্ট, কিন্তু নেই কোনো ইট–বালু সিমেন্ট ভাঙা বা মেশানোর বিকট কোনো শব্দ। প্রচলিত পদ্ধতি নয়, আধুনিক থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে এই বাড়ি নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা আহমেদ মাহিল।
২ ঘণ্টা আগেমাস কয়েক আগেও, অনেক কানাডীয়র অনুমান ছিল—আগামী জাতীয় নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতবে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে, বিষয়টি এখন আর অতটা নিশ্চিত নয়। কানাডার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য, বিশেষ করে কানাডাকে অঙ্গরাজ
৩ ঘণ্টা আগেইরান থেকে বিদ্যুৎ কেনার ছাড়পত্র নবায়নে ইরাককে আর অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির’ অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে