চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না।
মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।
চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি।
নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না।
মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়রপ্রার্থী জোহরান মমদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক’ ও ‘মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন—এই ধরনের প্রস্তাব বাস্তবায়ন হলে মমদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক মেয়া
৪১ মিনিট আগেসম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
২ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৪ ঘণ্টা আগেগতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে