বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
রঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
৫ ঘণ্টা আগেআইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১ দিন আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
২ দিন আগে