Ajker Patrika

বেলুনে মহাকাশ ভ্রমণ

মইনুল হাসান 
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ২২
বেলুনে মহাকাশ ভ্রমণ

ফরাসি লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫) গল্প বলার ছলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ১৮৬৩ সালে প্রকাশিত তাঁর লেখা ‘বেলুনে পাঁচ সপ্তাহ’ কল্পকাহিনি তাঁকে যশের সঙ্গে অর্থের প্রাচুর্য এনে দিয়েছিল।

বেলুনে ভর করে আকাশে উড়ে উড়ে তিন ইংরেজ অভিযাত্রীর রহস্যময় আফ্রিকা মহাদেশে দুঃসাহসী অভিযান পাঠকের মনে দাগ কেটেছিল। সে সময় উড়োজাহাজ ছিল কষ্টকল্পনা। আজ জুল ভার্ন বেঁচে নেই। তাঁর কল্পনা, চিন্তাভাবনা বেঁচে আছে। এখন কল্পনায় নয়, বাস্তবে বেলুনে ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ফরাসি প্রতিষ্ঠান জ্যফালতো, অন্যটি আমেরিকান প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ।

প্রতিষ্ঠান দুটি অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণপিপাসুদের নিয়ে যাবে পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্তহীন এবং রহস্যময় মহাকাশে। দুটি প্রতিষ্ঠানই বিশাল বেলুনে জুড়ে দেওয়া ক্যাপসুলে করে পৃথিবী ছাড়িয়ে প্রায় ২৫ কিলোমিটার বা ১৬ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছে। বেলুনে ভ্রমণ হবে পরিবেশবান্ধব। জ্বালানি খরচ করতে হবে না বলে কার্বন নিঃসরণের কোনো বালাইও থাকবে না।

১৩০ মিটার বা ৪২৭ ফুট দীর্ঘ বিশাল একটি বেলুন মাত্র দুই ঘণ্টায় হিলিয়াম গ্যাসে পূর্ণ করা যাবে। বেলুনের সঙ্গে জুড়ে দেওয়া হবে অত্যাধুনিক প্রযুক্তি ঠাসা একটি চমৎকার ক্যাপসুল। এই ক্যাপসুলে একসঙ্গে আটজন পর্যটক ও দুজন ক্রু থাকবেন। পর্যটকেরা শান্ত মণ্ডলে শান্তচিত্তে ক্যাপসুলের প্রশস্ত জানালা দিয়ে একসঙ্গে পৃথিবীর বক্র পৃষ্ঠের ১ হাজার ৪০০ কিলোমিটার পর্যবেক্ষণ করতে পারবেন। তাঁদের গলা ভেজানোর ব্যবস্থাও থাকবে। ছয় ঘণ্টার এমন ভ্রমণে জ্যফালতোর টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 
১ লাখ ২০ হাজার ইউরো। আর ওয়ার্ল্ড ভিউর টিকিটের মূল্য ৪৮ হাজার ইউরো।

প্রতিষ্ঠান দুটি ২০২৪ সাল থেকে পূর্ণোদ্যমে নিয়মিতভাবে মহাকাশে বাণিজ্যিক পর্যটন চালু করবে। বছরে ৬০ বার পর্যটকদের মহাকাশে আনা-নেওয়া করবে। ওয়ার্ল্ড ভিউর ৬০০ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর জ্যফালতোর টিকিটের জন্য ৫ হাজার ইউরো অগ্রিম জমা দিয়েছেন ৪৫০ জন।

লো কস্ট, অর্থাৎ সস্তা, নিরাপদ, আরামদায়ক, পরিবেশবান্ধব প্রশিক্ষণের ঝামেলাহীন এবং দীর্ঘ সময় ভ্রমণের ঝকঝকে বিজ্ঞাপনে অনেকেই মহাকাশ ছুঁয়ে দেখতে চাইবেন—এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে বিস্মিত হতে হয় এই ভেবে যে ১৫৯ বছর আগে জুল ভার্ন কী করে ভেবেছিলেন বেলুনে ভ্রমণের কথা! 

ছবি ও তথ্য: জ্যফালতো, ফ্রান্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত