মইনুল হাসান
ফরাসি লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫) গল্প বলার ছলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ১৮৬৩ সালে প্রকাশিত তাঁর লেখা ‘বেলুনে পাঁচ সপ্তাহ’ কল্পকাহিনি তাঁকে যশের সঙ্গে অর্থের প্রাচুর্য এনে দিয়েছিল।
বেলুনে ভর করে আকাশে উড়ে উড়ে তিন ইংরেজ অভিযাত্রীর রহস্যময় আফ্রিকা মহাদেশে দুঃসাহসী অভিযান পাঠকের মনে দাগ কেটেছিল। সে সময় উড়োজাহাজ ছিল কষ্টকল্পনা। আজ জুল ভার্ন বেঁচে নেই। তাঁর কল্পনা, চিন্তাভাবনা বেঁচে আছে। এখন কল্পনায় নয়, বাস্তবে বেলুনে ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ফরাসি প্রতিষ্ঠান জ্যফালতো, অন্যটি আমেরিকান প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ।
প্রতিষ্ঠান দুটি অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণপিপাসুদের নিয়ে যাবে পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্তহীন এবং রহস্যময় মহাকাশে। দুটি প্রতিষ্ঠানই বিশাল বেলুনে জুড়ে দেওয়া ক্যাপসুলে করে পৃথিবী ছাড়িয়ে প্রায় ২৫ কিলোমিটার বা ১৬ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছে। বেলুনে ভ্রমণ হবে পরিবেশবান্ধব। জ্বালানি খরচ করতে হবে না বলে কার্বন নিঃসরণের কোনো বালাইও থাকবে না।
১৩০ মিটার বা ৪২৭ ফুট দীর্ঘ বিশাল একটি বেলুন মাত্র দুই ঘণ্টায় হিলিয়াম গ্যাসে পূর্ণ করা যাবে। বেলুনের সঙ্গে জুড়ে দেওয়া হবে অত্যাধুনিক প্রযুক্তি ঠাসা একটি চমৎকার ক্যাপসুল। এই ক্যাপসুলে একসঙ্গে আটজন পর্যটক ও দুজন ক্রু থাকবেন। পর্যটকেরা শান্ত মণ্ডলে শান্তচিত্তে ক্যাপসুলের প্রশস্ত জানালা দিয়ে একসঙ্গে পৃথিবীর বক্র পৃষ্ঠের ১ হাজার ৪০০ কিলোমিটার পর্যবেক্ষণ করতে পারবেন। তাঁদের গলা ভেজানোর ব্যবস্থাও থাকবে। ছয় ঘণ্টার এমন ভ্রমণে জ্যফালতোর টিকিটের মূল্য ধার্য করা হয়েছে
১ লাখ ২০ হাজার ইউরো। আর ওয়ার্ল্ড ভিউর টিকিটের মূল্য ৪৮ হাজার ইউরো।
প্রতিষ্ঠান দুটি ২০২৪ সাল থেকে পূর্ণোদ্যমে নিয়মিতভাবে মহাকাশে বাণিজ্যিক পর্যটন চালু করবে। বছরে ৬০ বার পর্যটকদের মহাকাশে আনা-নেওয়া করবে। ওয়ার্ল্ড ভিউর ৬০০ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর জ্যফালতোর টিকিটের জন্য ৫ হাজার ইউরো অগ্রিম জমা দিয়েছেন ৪৫০ জন।
লো কস্ট, অর্থাৎ সস্তা, নিরাপদ, আরামদায়ক, পরিবেশবান্ধব প্রশিক্ষণের ঝামেলাহীন এবং দীর্ঘ সময় ভ্রমণের ঝকঝকে বিজ্ঞাপনে অনেকেই মহাকাশ ছুঁয়ে দেখতে চাইবেন—এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে বিস্মিত হতে হয় এই ভেবে যে ১৫৯ বছর আগে জুল ভার্ন কী করে ভেবেছিলেন বেলুনে ভ্রমণের কথা!
ছবি ও তথ্য: জ্যফালতো, ফ্রান্স
ফরাসি লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫) গল্প বলার ছলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ১৮৬৩ সালে প্রকাশিত তাঁর লেখা ‘বেলুনে পাঁচ সপ্তাহ’ কল্পকাহিনি তাঁকে যশের সঙ্গে অর্থের প্রাচুর্য এনে দিয়েছিল।
বেলুনে ভর করে আকাশে উড়ে উড়ে তিন ইংরেজ অভিযাত্রীর রহস্যময় আফ্রিকা মহাদেশে দুঃসাহসী অভিযান পাঠকের মনে দাগ কেটেছিল। সে সময় উড়োজাহাজ ছিল কষ্টকল্পনা। আজ জুল ভার্ন বেঁচে নেই। তাঁর কল্পনা, চিন্তাভাবনা বেঁচে আছে। এখন কল্পনায় নয়, বাস্তবে বেলুনে ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ফরাসি প্রতিষ্ঠান জ্যফালতো, অন্যটি আমেরিকান প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিউ।
প্রতিষ্ঠান দুটি অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণপিপাসুদের নিয়ে যাবে পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্তহীন এবং রহস্যময় মহাকাশে। দুটি প্রতিষ্ঠানই বিশাল বেলুনে জুড়ে দেওয়া ক্যাপসুলে করে পৃথিবী ছাড়িয়ে প্রায় ২৫ কিলোমিটার বা ১৬ মাইল ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলে আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছে। বেলুনে ভ্রমণ হবে পরিবেশবান্ধব। জ্বালানি খরচ করতে হবে না বলে কার্বন নিঃসরণের কোনো বালাইও থাকবে না।
১৩০ মিটার বা ৪২৭ ফুট দীর্ঘ বিশাল একটি বেলুন মাত্র দুই ঘণ্টায় হিলিয়াম গ্যাসে পূর্ণ করা যাবে। বেলুনের সঙ্গে জুড়ে দেওয়া হবে অত্যাধুনিক প্রযুক্তি ঠাসা একটি চমৎকার ক্যাপসুল। এই ক্যাপসুলে একসঙ্গে আটজন পর্যটক ও দুজন ক্রু থাকবেন। পর্যটকেরা শান্ত মণ্ডলে শান্তচিত্তে ক্যাপসুলের প্রশস্ত জানালা দিয়ে একসঙ্গে পৃথিবীর বক্র পৃষ্ঠের ১ হাজার ৪০০ কিলোমিটার পর্যবেক্ষণ করতে পারবেন। তাঁদের গলা ভেজানোর ব্যবস্থাও থাকবে। ছয় ঘণ্টার এমন ভ্রমণে জ্যফালতোর টিকিটের মূল্য ধার্য করা হয়েছে
১ লাখ ২০ হাজার ইউরো। আর ওয়ার্ল্ড ভিউর টিকিটের মূল্য ৪৮ হাজার ইউরো।
প্রতিষ্ঠান দুটি ২০২৪ সাল থেকে পূর্ণোদ্যমে নিয়মিতভাবে মহাকাশে বাণিজ্যিক পর্যটন চালু করবে। বছরে ৬০ বার পর্যটকদের মহাকাশে আনা-নেওয়া করবে। ওয়ার্ল্ড ভিউর ৬০০ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আর জ্যফালতোর টিকিটের জন্য ৫ হাজার ইউরো অগ্রিম জমা দিয়েছেন ৪৫০ জন।
লো কস্ট, অর্থাৎ সস্তা, নিরাপদ, আরামদায়ক, পরিবেশবান্ধব প্রশিক্ষণের ঝামেলাহীন এবং দীর্ঘ সময় ভ্রমণের ঝকঝকে বিজ্ঞাপনে অনেকেই মহাকাশ ছুঁয়ে দেখতে চাইবেন—এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে বিস্মিত হতে হয় এই ভেবে যে ১৫৯ বছর আগে জুল ভার্ন কী করে ভেবেছিলেন বেলুনে ভ্রমণের কথা!
ছবি ও তথ্য: জ্যফালতো, ফ্রান্স
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২১ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগে