অনলাইন ডেস্ক
চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’
ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’
ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।
এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’
এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।
চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’
ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’
ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।
এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’
এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।
সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, তা দেখতে ও দেখাতে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান। আজ রোববার মার্কিন সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে (স্থানীয়) চাঁদের মাটি স্পর্শ করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের চন্দ্রযান ব্লু ঘোস্ট।
৫ ঘণ্টা আগেপৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গলে আজ থেকে ৩৬০ কোটি বছর আগে বিশাল এক মহাসাগর ছিল এবং তার ঢেউ সৈকতে আছড়ে পড়ত। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। চীনের ঝুরং রোভার ২০২১-২২ সাল সময়ের মধ্যে মঙ্গলের ইউটোপিয়া প্লানিশিয়া এলাকায় অভিযান চালিয়ে ভূগর্ভস্থ রাডার ব্যবহার করে সম্ভাব্য এই প্রাচীন মহাসাগরের উপকূলরেখ
৮ ঘণ্টা আগেঅতীতের দিকে তাকালে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা যায়। সময়ে সময়ে এই গ্রহের তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। একবার উষ্ণ হয়ে উঠেছে, আবার বরফযুগ শুরু হয়েছে। এই পরিবর্তনগুলো কখনোই স্থায়ী নয়। কিছু সময় পর পৃথিবী বর্তমানে উষ্ণ পরিবেশে ফিরে আসে। তবে নতুন এক গবেষণায় জানা যায়, আজ থেকে ১১
১ দিন আগেবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক দল। তারা একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কারণ এই ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ...
২ দিন আগে