Ajker Patrika

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১: ৪৪
বাসে আগুন।  ছবি: আজকের পত্রিকা
বাসে আগুন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর চট্ট মেট্রো জ ১১-১১০৯।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ড্রাইভার ও হেলপারকে আমরা হেফাজতে নিয়েছি। তাঁদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। তবে কেউ হতাহত হয়নি।

পাশের মার্কেট রেয়াজুদ্দিন বাজারের খাবারের দোকানের মালিক মানিক বলেন, ‘নিউমার্কেট মোড়ে বাসে আগুন লাগলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে দেখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত