‘বিউটিফুল বোয়ালমারী’
ফরিদপুরে সাড়া ফেলেছে জেলার বোয়ালমারি উপজেলার একদল যুবকের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটিফুল বোয়ালমারী’। সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনা মূল্যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অক্সিজেন, পাল্স ও ওজন মাপাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ দিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছে সংগঠনটি।