Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে বাবুর্চির মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৩
বিদ্যুতায়িত হয়ে বাবুর্চির মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা মহল্লার একটি বাড়িতে রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন এক বাবুর্চি।

মৃত ওই বাবুর্চির নাম মো. চাঁন মিয়া (২৮)। তিনি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার মো. কালা মিয়ার একমাত্র ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে ছোলনা মহল্লার মো. মাজেদ শেখের বাড়িতে হালখাতা অনুষ্ঠানের রান্নার কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। একটি ঝুলন্ত বৈদ্যুতিক বাতি জ্বলন্ত অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন চাঁন মিয়া। তাঁকে বোয়ালমারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডা. মো. তারিকুল ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় চাঁন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল।

পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জমির আলী বলেন, ‘চাঁন মিয়া পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত