Ajker Patrika

আ.লীগের বর্ধিত সভায় হাতাহাতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৩৪
আ.লীগের বর্ধিত সভায় হাতাহাতি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতা–কর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে স্থানীয় রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুলাহ একাডেমি চত্বরে গত শুক্রবার বিকেলে এ সভা হয়।

এদিকে আগের দিনের হাতাহাতির ঘটনার জের ধরে গতকাল শনিবার ফের উত্তেজনা দেখা দিলে পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে থানা হেফাজতে নিয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কাজ শুরু হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই এবার চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী। এ কারণে উপজেলা আওয়ামী লীগের ২৫ অক্টোবরের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের কার্যবিবরণী বইসহ অন্য কাগজপত্র ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান তানভীরের কাছে বুঝিয়ে দেন। সভা চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় মফিজুরের কাছ থেকে ওই কাগজপত্র ছিনিয়ে নেন দলের অপর মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশিদ। এ নিয়ে সভায় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়।

তানভীর জানান, সভাপতির নিকটাত্মীয় হারুন অর রশিদ ফাইল ছিনিয়ে নিলে সভায় বিশৃঙ্খলা শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে। আমি এবং সাধারণ সম্পাদক লিখিতভাবে হারুন অর রশিদের ন্যক্কারজনক এ কাজের বিরুদ্ধে উপজেলার নেতাদের কাছে জানিয়েছি। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি হারুনের।

থানার উপপরিদর্শক মামুন অর রশিদ জানান, ইউনিয়ন আওয়ামী লীগের একটি সভায় শুক্রবার গন্ডগোল হয়। এর জেরে গতকাল চিতারবাজারে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা থামাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে হেফাজতে আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত