Ajker Patrika

গরুর পচা মাংস বিক্রি করায় জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ৩১
গরুর পচা মাংস বিক্রি করায় জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বোয়ালমারী পৌর সদরের স্টেশন সড়কের বিলাসী শপিং কমপ্লেক্স সংলগ্ন মাংস বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল গরুর পচা মাংস বিক্রির অভিযোগ পেয়ে এ বিলাসী শপিং কমপ্লেক্স সংলগ্ন মাংস বাজারে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতা মো. সালাউদ্দিন শেখের (৪৮) পালিয়ে যান। এ সময় তাঁর দোকান থেকে প্রায় ৩৫ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়। বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম মহল্লার বাসিন্দা সালাউদ্দিন উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হয়ে দোষ স্বীকার করলে আদালত তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, গরুর পচা মাংস বিক্রির খবর পেয়ে তাঁর কার্যালয়ের প্রতিনিধি সেখানে গেলে মাংস বিক্রেতারা তাঁদের ওপর চড়াও হন। এরপর অভিযান চালিয়ে পচা মাংস জব্দ ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত