Ajker Patrika

সাম্প্রদায়িক হামলার বিচার চেয়ে শোভাযাত্রা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ৫০
সাম্প্রদায়িক হামলার বিচার চেয়ে শোভাযাত্রা

ফরিদপুরের বোয়ালমারীতে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তির দাবিতে শোভাযাত্রা করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখা। গতকাল সোমবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। পৌর শহরের থানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলার মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। সভায় বক্তব্য দেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার কেএম জহুরুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এ দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী বা চিহ্নিত মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করলে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আর বসে থাকবে না। দেশের জনগণকে নিয়ে ১৯৭১ সালের মতোই তাঁরা প্রতিরোধ গড়ে তুলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত