Ajker Patrika

‘বিউটিফুল বোয়ালমারী’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৮
‘বিউটিফুল বোয়ালমারী’

ফরিদপুরে সাড়া ফেলেছে জেলার বোয়ালমারি উপজেলার একদল যুবকের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটিফুল বোয়ালমারী’। সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনা মূল্যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অক্সিজেন, পাল্স ও ওজন মাপাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ দিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছে সংগঠনটি।

সংগঠনের উদ্যোক্তা মুখলিসুর রহমান মাহিনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৬ সেপ্টেম্বর সাধারণ মানুষের জন্য কিছু করার ভাবনা থেকে উপজেলার একদল শিক্ষার্থীর উদ্যোগে সামাজিক সংগঠন ‘বিউটিফুল বোয়ালমারীর’ যাত্রা শুরু হয়। এরই মধ্যে সংগঠনের পক্ষ থেকে ৪৪টি স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। প্রতি শুক্রবার ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের খোলা চত্বরে চলে এ ক্যাম্পেইন। এর বাইরে সংগঠনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে পৌর শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা ফেলার ঝুড়ি বিতরণ, বৃক্ষরোপণ, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত