১০০ টেস্ট খেলবেন কখনো ভাবেননি কোহলি
গত এক দশকে ভারতের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেটার তিনি। অথচ পাঁচ মাসের ব্যবধানে সেই বিরাট কোহলিই কি না দলের সাধারণ এক সদস্য পরিণত হয়েছেন। দলে আগের সেই প্রতাপও কমে এসেছে, ব্যাটও কথা শুনছে কদাচিৎ। আগামীকাল মোহালিতে অবশ্য অতীত ভুলে নতুন একটা শুরু চাইবেন কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৫৬১তম টেস্ট হতে যাচ্ছে