Ajker Patrika

ছুড়ে ফেলা সেই রোহিতই এখন ভারতীয় টেস্ট দলের নেতা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫২
ছুড়ে ফেলা সেই রোহিতই এখন ভারতীয় টেস্ট দলের নেতা

প্রথমে টি-টোয়েন্টি, তারপর ওয়ানডে। এবার ভারতের টেস্ট অধিনায়কের সিংহাসনেও বসলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের পর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তিন সংস্করণেই এক অধিনায়ক রাখার পক্ষে বিসিসিআই শ্রীলঙ্কার বিপক্ষে এ মাসের শেষ দিকে দুই টেস্টের সিরিজের দলের দায়িত্ব রোহিতকেই দিয়েছে। 

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করে সাদা বলের ক্রিকেটে রোহিতের ক্যারিয়ার নতুন মোড় নিয়েছিল। এই সময়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে বিশ্বের সেরা এক ব্যাটারে রূপান্তর করেছেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। তার পরও টেস্টে নিয়মিত হতে পারেননি কখনোই। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের দল থেকে বাদই পড়ে যান তিনি। 

বাদ পড়ার হতাশা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিত লিখেছিলেন, ‘সূর্য আগামীকাল আবার উঠবে’। সেই রোহিতকে গতকাল ভারতের টেস্ট অধিনায়কের রাজত্ব দিয়েছে বিসিসিআই। মাস তিনেক আগের কোহলির ভারতের পুরো ভার এখন রোহিতের কাঁধে সপে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের এক নম্বর ক্রিকেটারের স্বীকৃতিও পেতে দেরি হয়নি।

টেস্ট অধিনায়ক ঘোষণার দিন ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা এই ঘোষণা দেন। তিনি জানান, ‘রোহিত আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার’। রোহিতের উত্থান যেন রূপকথার কোনো গল্পকেও হার মানাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত