Ajker Patrika

কোহলির জায়গায় বেঙ্গালুরুর নতুন অধিনায়ক ফাফ

কোহলির জায়গায় বেঙ্গালুরুর নতুন অধিনায়ক ফাফ

ফাফ ডুপ্লেসিকেই অধিনায়ক ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিরাট কোহলির জায়গায় এবার আরসিবির নেতৃত্ব দেবেন ফাফ। 

গত বছরেই কোহলি জানিয়ে দিয়েছিলেন এই মৌসুম থেকে তিনি আর আরসিবির অধিনায়কত্ব করছেন না। এরপরেই জল্পনা শুরু হয়েছিল, কোহলির জায়গায় নতুন অধিনায়ক কে হবেন। সাবেক ভারতীয় অধিনায়কের স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু এবারের নিলামে ৭ কোটি টাকা গিয়ে ফাফকে কেনার পর থেকেই তাঁকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। শোনা যাচ্ছিল অধিনায়ক করার জন্যই তাঁকে কিনেছে বেঙ্গালুরু। সেটিই সত্যি হলো।
 
ম্যাক্সওয়েল ও ফাফ ছা়ড়াও অধিনায়ক হওয়ার লড়াইয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক। আইপিএলে তাঁরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের ওপরেই ভরসা রাখল আরসিবি। ফাফ আইপিএলে বেশির ভাগ সময় কাটিয়েছেন চেন্নাইয়ের জার্সি গায়ে। ২০১২ থেকে ২০১৫ আইপিএল পর্যন্ত টানা চেন্নাইয়ের হয়ে খেলেছেন। পরে দুই মৌসুম পুনে সুপারজায়ান্টসের হয়েও খেলেছিলেন তিনি। এরপর ২০১৮তে আবারও সিএসকেতে ফেরেন। গত মৌসুমেও খেলেছিলেন সেখানেই। 

কোহলির নেতৃত্বে একবারও শিরোপা জিততে পারেনি বেঙ্গালুরুর। এবার নতুন অধিনায়ক ফাফের নেতৃত্বে বেঙ্গালুরু ভাগ্য ফেরাতে পারে কি না সেটিই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত