Ajker Patrika

ডাক মেরে বিব্রতকর রেকর্ডে কোহলি

ডাক মেরে বিব্রতকর রেকর্ডে কোহলি

খারাপ ফর্ম থেকে যেন কিছুতেই বের হতে পারছেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতে (৮, ১৮) ইনিংস বড় করতে পারেননি। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তো শূন্য রানে ফিরেছেন। ইনিংসের মাত্র দ্বিতীয় বলে আলজেরি জোসেফের বলে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। 

তিন ম্যাচে সব মিলিয়ে কোহলির রান ২৬। এক যুগের লম্বা ক্যারিয়ারে এর আগে তিন ম্যাচের সিরিজে এর চেয়ে বাজে অবস্থায় আর একবারই পড়েছেন তিনি। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১৩ রান করেছিলেন। তিন ম্যাচের সিরিজে এটাই তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর। 

ভেতরেএখানে শেষ নয়, শূন্য রানে আউট হয়ে আরও একটি রেকর্ডের পেছনে ছুটছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার কোনো রান না করেই ফিরেছেন। ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন আর তিনজন। ২০ বার শূন্য রানে আউট হয়ে রানের মতো এখানেও সবার ওপরে শচীন টেন্ডুলকার। 

টেন্ডুলকারের ঠিক পরেই আছেন যুবরাজ সিং। ওয়ানডে ক্যারিয়ারে মোট ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। ১৬ বার শূন্য রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। আজ শূন্য রানে আউট হয়ে সুরেশ রায়না (১৪) আর বীরেন্দর শেবাগকে (১৪) ছাড়িয়ে গেছেন কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত