নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
নেপাল সফর সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দিয়েছেন হাতেগোনা কজন ফুটবলার। জাতীয় দলের ফুটবলারদের বেশিরভাগই খেলেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডে। গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা থাকা ক্যাম্পে যোগ দিতে পারেননি তারা।
ফিফা উইন্ডোতে সাধারণত ক্লাবের খেলা থাকে না। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করেছেন হামজা। যদিও প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মিডফিল্ডারের গত মৌসুমের অর্ধেক সময় ধারে কেটেছে শেফিল্ড ইউনাইটেডের। ভারতের পর তাই ভুটান-সিঙ্গাপুর ম্যাচের জন্য হামজাকে খেলাতে শেফিল্ড থেকেও অনুমতি নিতে হয়। তবে নেপাল ম্যাচের ক্ষেত্রে ছাড়পত্র লাগবে লেস্টারের।
হামজাকে পাওয়ার সম্ভাবনা নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ টিম হোটেলে সংবাদমাধ্যমকে বলেন, ‘২৪ জনের স্কোয়াড নিয়ে আমরা যে ক্যাম্প শুরু করেছি সেখানে আমরা হামজাকেও রেখেছি। যদি কোনো রকম কিছু ... পাওয়া যায় তার কাছ থেকে। আমরা এখনো আশা ছাড়িনি। যেহেতু পাওয়া যেতে পেরে এমন সম্ভাবনা আছে।’
আমের খান আরও বলেন, ‘আমাদের অফিস থেকে যেভাবে যোগাযোগ করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু ক্লাবের অনুমতি নিয়ে তাকে আনতে হবে। সেই চাহিদা তার ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অনুমতি দেয়, সেই সময় আমরা দেখতে পাব।’
নেপাল ম্যাচের জন্য শমিত শোমকেও চেয়েছিল বাফুফে। কিন্তু তাঁর ক্লাব ক্যাভালরি এফসি ‘না’ করে দিয়েছে। কারণ সেপ্টেম্বরে খেলা আছে তাদের। আমের বলেন, ‘শমিত শোমের ক্লাবকেও চিঠি দেওয়া হয়েছে আসলে ওই সময়ের খেলা আছে তাঁর ক্লাবের। তারা ছাড়বে না। সেজন্য ২৪ জনের স্কোয়াডে রাখা হয়নি।’
অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দেবেন কাল। পূর্ণ স্কোয়াড পেলে মাঠের অনুশীলন শুরু করবেন কোচ হাভিয়ের কাবরেরা। গত ১১ আগস্ট ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।
৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
নেপাল সফর সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দিয়েছেন হাতেগোনা কজন ফুটবলার। জাতীয় দলের ফুটবলারদের বেশিরভাগই খেলেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডে। গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা থাকা ক্যাম্পে যোগ দিতে পারেননি তারা।
ফিফা উইন্ডোতে সাধারণত ক্লাবের খেলা থাকে না। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করেছেন হামজা। যদিও প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মিডফিল্ডারের গত মৌসুমের অর্ধেক সময় ধারে কেটেছে শেফিল্ড ইউনাইটেডের। ভারতের পর তাই ভুটান-সিঙ্গাপুর ম্যাচের জন্য হামজাকে খেলাতে শেফিল্ড থেকেও অনুমতি নিতে হয়। তবে নেপাল ম্যাচের ক্ষেত্রে ছাড়পত্র লাগবে লেস্টারের।
হামজাকে পাওয়ার সম্ভাবনা নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ টিম হোটেলে সংবাদমাধ্যমকে বলেন, ‘২৪ জনের স্কোয়াড নিয়ে আমরা যে ক্যাম্প শুরু করেছি সেখানে আমরা হামজাকেও রেখেছি। যদি কোনো রকম কিছু ... পাওয়া যায় তার কাছ থেকে। আমরা এখনো আশা ছাড়িনি। যেহেতু পাওয়া যেতে পেরে এমন সম্ভাবনা আছে।’
আমের খান আরও বলেন, ‘আমাদের অফিস থেকে যেভাবে যোগাযোগ করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু ক্লাবের অনুমতি নিয়ে তাকে আনতে হবে। সেই চাহিদা তার ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অনুমতি দেয়, সেই সময় আমরা দেখতে পাব।’
নেপাল ম্যাচের জন্য শমিত শোমকেও চেয়েছিল বাফুফে। কিন্তু তাঁর ক্লাব ক্যাভালরি এফসি ‘না’ করে দিয়েছে। কারণ সেপ্টেম্বরে খেলা আছে তাদের। আমের বলেন, ‘শমিত শোমের ক্লাবকেও চিঠি দেওয়া হয়েছে আসলে ওই সময়ের খেলা আছে তাঁর ক্লাবের। তারা ছাড়বে না। সেজন্য ২৪ জনের স্কোয়াডে রাখা হয়নি।’
অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দেবেন কাল। পূর্ণ স্কোয়াড পেলে মাঠের অনুশীলন শুরু করবেন কোচ হাভিয়ের কাবরেরা। গত ১১ আগস্ট ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।
৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
২ ঘণ্টা আগেত্রিনিদাদে গত রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জেইডেন সিলসের আগুনে বোলিংয়ে পুড়েছে পাকিস্তান। ১১ ব্যাটার মিলিয়ে পাকিস্তানের ইনিংসে ১০০ পেরোয়নি। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ডেওয়াল্ড ব্রেভিসেরও বড় উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
৩ ঘণ্টা আগেলেগ স্পিন ভেলকিতে মুড়ি মুড়কির মতো উইকেট তুলে নেন রশিদ খান। একের পর এক রেকর্ড বইয়ে উঠছে তাঁর নাম। আফগান এই লেগস্পিনারের এবার নাম উঠে গেল একটি বাজে রেকর্ডে। যে রেকর্ড দেখলে তিনি নিশ্চিতভাবেই মুখ ফিরিয়ে নিতে চাইবেন।
৫ ঘণ্টা আগেএই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন কিউবা মিচেল। কিন্তু আলোচিত এই ফুটবলার বসুন্ধরা কিংসের শুরুর একাদশে না থাকায় অবাক হয়েছেন অনেকেই।
৬ ঘণ্টা আগে