ক্রীড়া ডেস্ক
প্রিয় মানুষদের সাক্ষী রেখে, নিখাদ ভালোবাসা দিয়ে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। মাইলফলক ছোঁয়ার ম্যাচে কোহলি সেঞ্চুরি করবেন—এমনটাই প্রত্যাশা করেছিলেন ভক্তরা। ভারতের তারকা ব্যাটার নিজেও চেয়েছিলেন বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে। তবে আশা পূরণ হয়নি।
মোহালি টেস্টের প্রথম দিনে আজ শুরুটা ভালো করলেও ৭৬ বলে ৪৫ রান করে আউট হয়েছেন কোহলি। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। এতে অস্বাভাবিকতার কিছু নেই।
কিন্তু কেউ যদি ম্যাচ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে বলে দেন, ১০০তম টেস্টে কোহলি কত রান করবেন, কাভার ড্রাইভে কয়টি বাউন্ডারি মারবেন, কীভাবে কার বলে আউট হবেন। আর সবকিছু যদি হুবহু মিলে যায়! কী, বিশ্বাস করা সম্ভব?
আন্দাজে একটা রান বলে দেওয়া যেতেই পারে। সেটা লাগতেও পারে। তবে না লাগার সম্ভবনাটাই বেশি। কিন্তু কে উইকেট নেবেন বা কীভাবে আউট হবেন—এমন ভবিষ্যদ্বাণী মিলবে না, ধরে নেওয়াই যায়।
তবে সবাইকে অবাক করে এক টুইটার ব্যবহারকারী কোহলির আউটের নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছেন। ১০০তম টেস্টে ভারতীয় ব্যাটার কীভাবে আউট হবেন, কত রান করবেন, কার বলে আউট হবেন—সবকিছু হুবহু মিলিয়ে দিয়েছে শ্রুতি #১০০ নামে ওই আইডি থেকে করা এক পোস্ট!
আজ কোহলি যখন আউট হন, তখন বাংলাদেশে দুপুর। আর শ্রুতি #১০০ আইডি থেকে টুইট করা হয় রাত ১টা ১৬ মিনিটে।
টুইটে লেখা হয়েছে, ‘১০০তম টেস্টে কোহলি মোটেও একশ রান করতে পারবেন না। চারটি মনমাতানো কাভার ড্রাইভে ৪৫ রান করবেন। তারপর এম্বুলদেনিয়া কোহলির উইকেট ছিটকে দেবে। কোহলি বিস্মিত হওয়ার ভান করবেন ও হতাশায় মাথা নাড়াতে থাকবেন।’ কোহলি আউট হতেই এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কোহলির বিশেষ ম্যাচে অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে ভারত। ঋষভ পন্ত ও হনুমা বিহারির ফিফটিতে ৬ উইকেটে ৩৫৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা।
প্রিয় মানুষদের সাক্ষী রেখে, নিখাদ ভালোবাসা দিয়ে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। মাইলফলক ছোঁয়ার ম্যাচে কোহলি সেঞ্চুরি করবেন—এমনটাই প্রত্যাশা করেছিলেন ভক্তরা। ভারতের তারকা ব্যাটার নিজেও চেয়েছিলেন বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে। তবে আশা পূরণ হয়নি।
মোহালি টেস্টের প্রথম দিনে আজ শুরুটা ভালো করলেও ৭৬ বলে ৪৫ রান করে আউট হয়েছেন কোহলি। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। এতে অস্বাভাবিকতার কিছু নেই।
কিন্তু কেউ যদি ম্যাচ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে বলে দেন, ১০০তম টেস্টে কোহলি কত রান করবেন, কাভার ড্রাইভে কয়টি বাউন্ডারি মারবেন, কীভাবে কার বলে আউট হবেন। আর সবকিছু যদি হুবহু মিলে যায়! কী, বিশ্বাস করা সম্ভব?
আন্দাজে একটা রান বলে দেওয়া যেতেই পারে। সেটা লাগতেও পারে। তবে না লাগার সম্ভবনাটাই বেশি। কিন্তু কে উইকেট নেবেন বা কীভাবে আউট হবেন—এমন ভবিষ্যদ্বাণী মিলবে না, ধরে নেওয়াই যায়।
তবে সবাইকে অবাক করে এক টুইটার ব্যবহারকারী কোহলির আউটের নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছেন। ১০০তম টেস্টে ভারতীয় ব্যাটার কীভাবে আউট হবেন, কত রান করবেন, কার বলে আউট হবেন—সবকিছু হুবহু মিলিয়ে দিয়েছে শ্রুতি #১০০ নামে ওই আইডি থেকে করা এক পোস্ট!
আজ কোহলি যখন আউট হন, তখন বাংলাদেশে দুপুর। আর শ্রুতি #১০০ আইডি থেকে টুইট করা হয় রাত ১টা ১৬ মিনিটে।
টুইটে লেখা হয়েছে, ‘১০০তম টেস্টে কোহলি মোটেও একশ রান করতে পারবেন না। চারটি মনমাতানো কাভার ড্রাইভে ৪৫ রান করবেন। তারপর এম্বুলদেনিয়া কোহলির উইকেট ছিটকে দেবে। কোহলি বিস্মিত হওয়ার ভান করবেন ও হতাশায় মাথা নাড়াতে থাকবেন।’ কোহলি আউট হতেই এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কোহলির বিশেষ ম্যাচে অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে ভারত। ঋষভ পন্ত ও হনুমা বিহারির ফিফটিতে ৬ উইকেটে ৩৫৭ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা।
আবারও ভুলে যাওয়ার মতো একটি বিপিএল পার করল ঢাকা। এবার ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিব খান ছিলেন দলটির সত্ত্বাধিকারী। দলের সমর্থনে প্রায়ই তাঁকে মাঠে দেখা গেলেও হতাশই হতে হয়েছে তাঁকে।
১৪ মিনিট আগেবিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১১ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১২ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৭ ঘণ্টা আগে