Ajker Patrika

কোহলির চেয়ে আরসিবিকে বেশি ভালোবাসেন আনুশকা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২৪
কোহলির চেয়ে আরসিবিকে বেশি ভালোবাসেন আনুশকা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। একই দলে দীর্ঘদিন খেলার কারণে আরসিবির সঙ্গে কোহলির সম্পর্কটা বেশ গাঢ়। এবার জানা গেল আরসিবির প্রতি তীব্র টান আছে তাঁর স্ত্রী আনুশকা শর্মারও। কোহলির থেকে নাকি আনুশকারই বেঙ্গালুরুর প্রতি ভালোবাসা বেশি জানালেন তিনি নিজেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন আনুশকা। তাঁর ব্যাপারে বলতে গিয়ে কোহলি বলেন, ‘ও বেঙ্গালুরুর মেয়ে। এখানেই বড় হয়েছে। ও বেঙ্গালুরুতে আমার চেয়ে বেশি সময় কাটায়। এটা কিন্তু অনেকেই জানে না। আমি বেঙ্গালুরুর হয়ে খেলছি।  আমার দায়বদ্ধতা এই শহর ও এই দলের প্রতি সব সময় থাকবে। তাই আমরা যখন ভালো খেলতে পারি না, ও হতাশ হয়ে যায়।’ 

কোহলি এ বছর থেকে আর আরসিবির নেতৃত্ব দেবেন না। নেতৃত্ব না দিলেও প্রায় এক যুগ ধরে এই দলে খেলে আসা কোহলি অবশ্য বেঙ্গালুরুর হয়েই খেলবেন। তবে আইপিএলের শুরু দিকে কোহলির খেলার কথা ছিল দিল্লির হয়ে। এরপর কীভাবে বেঙ্গালুরুর দলে যোগ দিলেন, জানিয়েছেন সে কথায়। সম্প্রতি একটি পডকাস্টে কোহলি জানিয়েছেন, কীভাবে তিনি দিল্লিতে সই করতে গিয়েও আরসিবিতে যোগ দেন ২০০৮ সালে। তাঁর বেঙ্গালুরুর দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যে ঠিক ছিল, সেটা তিনি পরে বুঝতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত