Ajker Patrika

৫ বছর পর কোহলির ব্যাটিং গড়ে বিরাট পতন

৫ বছর পর কোহলির ব্যাটিং গড়ে বিরাট পতন

কদিন আগেও ক্রিকেটের তিন সংস্করণেই বিরাট কোহলির গড় ছিল ৫০ এর ওপরে। কিন্তু গতকাল বেঙ্গালুরু টেস্টে ১৩ রানে আউট হওয়ার পর টেস্টে কোহলির গড় ৫০ এর নিচে নেমে এসেছে। দীর্ঘ ৫ বছর পর এই প্রথম কোহলির গড় ৫০ এর নিচে নামল। 

দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রান করতে পারলেই কোহলির ব্যাটিং গড় ৫০-এর ওপরে থাকত। কিন্তু প্রথম ইনিংসে ২৩ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফেরেন ১৩ রানে। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৬ রান করায় তাঁর ব্যাটিং গড় ৫০-এর নিচে নেমে যায়। এর আগে মোহালিতেও শততম টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৪৫ রান। দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামতে হয়নি ভারতকে। 

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন কোহলি। এর পর আর তিন অঙ্কের দেখা পাননি। ২০২০ সাল থেকে ১৭ টেস্টে মাত্র ২৮.০৩ গড়ে রান করেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ২০২০ সালে ৩ টেস্টে ৭৪ ও ২০২১ সালে ১১ টেস্টে করেন ৫৩৬ রান। ২০২২ সালে এখন পর্যন্ত ৩ টেস্টে কোহলির রান ১৮৯। গত কয়েক বছরে লম্বা ইনিংস খেলতে না পারায় তার টেস্ট গড়ে বড় প্রভাব পড়েছে। এ কারণে গড় নেমে এসেছে ৫০ এর নিচে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত