Ajker Patrika

কে আসল কোহলি? 

কে আসল কোহলি? 

মাথায় ছোট চুল, গালে চাপ দাড়ি, হাত ভর্তি ট্যাটু—বিরাট কোহলি যেন ভারতীয় দলে ‘স্টাইল ও স্মার্টনেসের’ প্রতীক। 

কোহলির এই শৈলী শুধু ক্রিকেটারদের মধ্যে নয়, ভক্ত-দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়। বিশেষ করে এই লুক দিয়ে আলাদা পরিচয় তৈরি হওয়ায় তরুণ প্রজন্মের ওপর বেশ প্রভাব ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নকল কোহলিদের দেখা যায়। তাঁরা কোহলি সেজে অভিনয় করেন।

তেমনই কয়েকজনের সঙ্গে এবার এক টেবিলে আড্ডায় মেতেছেন কোহলি। ভক্তদের সঙ্গে তুলেছেন ছবি। ১০ জনের মধ্যে থেকে খুঁজে বের করতে বলেছেন আসল জনকে। 

কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় গতকাল শেষ ম্যাচ না খেলে মুম্বাইয়ে বাড়িতে ফিরেছেন কোহলি। জৈব সুরক্ষাবলয় ছেড়ে বেরিয়ে ১০ দিনের ছুটিতে আছেন এই ব্যাটিং বিস্ময়।

ছুটির আমেজে কোহলি নিজেই সবাইকে ধন্ধে ফেলে দিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শেয়ার করা একটি ছবিতে’ ১০ জন কোহলিকে’ চায়ের টেবিলে একসঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে।

প্রত্যেক কোহলির পরনেই ঘিয়ে রংয়ের স্যুট। এক জন দাঁড়িয়ে রয়েছেন, কারও হাতে চায়ের কাপ, কেউ আবার গল্পে মশগুল। মিল রয়েছে আরও। প্রত্যেকের গালে কোহলি স্টাইলের চাপ দাড়ি। শারীরিক গঠন ও চেহারাও কোহলির মতো! তাঁদের মধ্যে আসল কোহলিও রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে ভারতের সদ্য সাবেক অধিনায়ক লিখেছেন, ‘এটিতে অদ্ভুত কী আছে খুঁজুন। আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।’ 

ভারতের হয়ে নিজের শেষ ম্যাচের হাফ-সেঞ্চুরি করেছেন কোহলি। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবার দলে ফিরবেন তিনি। সব ঠিক থাকলে মোহালিতে খেলবেন ক্যারিয়ারের ১০০ তম টেস্ট।

আড্ডা দিতে আসা ভক্তদের বিশ্বাস, ১০০ তম টেস্টকে স্মরণীয় করে রাখতে নতুন ইতিহাস গড়বেন তাঁদের প্রিয় ক্রিকেটার। রান করাকে মুড়ি-মুড়কি বানিয়ে ফেলা কোহলিই গত দুই বছর সেঞ্চুরির দেখা পাননি।

কলকাতায় ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত