কিউরিয়াসের ‘টাইমলেস টাইম’ প্রদর্শনী
লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস সম্প্রতি ‘টাইমলেস টাইম’ শিরোনামের প্রদর্শনীতে উপস্থাপন করেছে মোট ৫০টি ঘড়ি। নানা নাম রয়েছে ঘড়িগুলোর; যেমন রেখাতরঙ্গ, এলোমেলো বৃত্তবন্ধন, দৃশ্যগত জানালা, আয়তাকার সময়, রবীন্দ্র বিষাদ, শিরোনামে মানচিত্র ইত্যাদি।