দিনের বেলা ভালো সানস্ক্রিন ব্যবহার করুন
সামনে শীত আসছে তাই এমন হতে পারে। গোসল করে শরীর ভেজা থাকতে ব্যবহার করুন বডি লোশন, অলিভ ওয়েল বা গ্লিসারিন। মাস্ক লাগাতে চাইলে দক দই, বেসন, গ্লিসারিন মিশিয়ে নিয়ে সারা শরীরে লাগিয়ে এক ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে।