অনন্যা দাস
হাল ফ্যাশনের মেকআপে এখন ডিউই বা শিশিরভেজা স্নিগ্ধ কিন্তু সেই সঙ্গে উজ্জ্বল একটা লুকের চল এসেছে। কিন্তু এই লুক তৈরির কায়দা-কৌশল ঠিকমতো জানা না থাকায় অনেকেই শেষমেশ রণে ভঙ্গ দিচ্ছেন। কয়েকটি কৌশল নখদর্পণে থাকলেই আপনি পেতে পারেন ঈর্ষণীয় সাজ। কয়েকটি ধাপে এই মেকআপ করতে হবে।
১. শুরুটা করুন ম্যাট প্রাইমার দিয়ে
তেলতেলে প্রাইমারের পরিবর্তে ম্যাট প্রাইমার দিয়ে মেকআপ শুরু করলেই উজ্জ্বল চেহারা তৈরির জন্য নিখুঁত ক্যানভাস পাবেন আপনি। ম্যাট ও পোরলেস ম্যাটিফাইং ফেস প্রাইমার মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে। এটি আপনার ত্বকের উজ্জ্বল শৈলীতে তেল চকচকে ভাব আসতে দেবে না। তা ছাড়া, এভাবে সাজ শুরু করলে আপনার মেকআপ অনেক ঘণ্টা থাকবে।
২. ফাউন্ডেশনের পালা
এটাই ডিউই লুক পাওয়ার মূল ধাপ। হালকা ধরনের ফাউন্ডেশন নিন। একটি হালকা ভেজা বিউটি স্পঞ্জ ব্যবহার করে আপনার মুখে লাগান। এভাবে ফাউন্ডেশন লাগালে মেকআপ ভালোভাবে বসবে। আপনার চেহারায় কোনো দাগ থাকলে ও দাগ ঢাকতে চাইলে একটি ক্রিম কনসিলার ব্যবহার করুন এবং সেটা ত্বকে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. কিছুটা ব্লাশ
ন্যাচারাল লুকের জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন ব্লাশঅন দেওয়াই ভালো। ব্লাশ দেওয়ার সময় দুটি জিনিস বিবেচনায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত ব্লাশ ব্যবহার করবেন না। তাহলে সাজে মেকি ভাব চলে আসবে। দ্বিতীয়ত, বেশি ব্লাশ আপনার গালে ভালোভাবে মিশিয়ে নেবেন। বেষ্ট লুকের জন্য পিচ শেড ব্যবহার করতে পারেন। আপনার চিকবোনে হালকা করে এই শেডগুলো ঘষে নিলেই দেখবেন চেহারার জেল্লা বেড়ে গেছে।
৪. লিপ গ্লসের ওপর সোয়াইপ
ডিউই লুককে আরও কিছুটা ফুটিয়ে তুলতে ঠোঁটে দিন লিপ গ্লস। গ্লসের মাত্র কয়েকটি টানেই আপনার ঠোঁটে বেশ কোমল ভেজা ভাব আসবে।
৫. সেটিং স্প্রে
সাজগোজের শেষ ধাপে আপনার মেকআপ লক করুন সেটিং স্প্রে দিয়ে। আপনার পুরো লুকে আরও একটু উজ্জ্বলতা যোগ করতে চাইলে একটি নন-ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন। কারণ এটি মেকআপকে উজ্জ্বল করে কিন্তু এটি নিজে উজ্জ্বল নয়।
সূত্র: মেকআপ ডট কম
হাল ফ্যাশনের মেকআপে এখন ডিউই বা শিশিরভেজা স্নিগ্ধ কিন্তু সেই সঙ্গে উজ্জ্বল একটা লুকের চল এসেছে। কিন্তু এই লুক তৈরির কায়দা-কৌশল ঠিকমতো জানা না থাকায় অনেকেই শেষমেশ রণে ভঙ্গ দিচ্ছেন। কয়েকটি কৌশল নখদর্পণে থাকলেই আপনি পেতে পারেন ঈর্ষণীয় সাজ। কয়েকটি ধাপে এই মেকআপ করতে হবে।
১. শুরুটা করুন ম্যাট প্রাইমার দিয়ে
তেলতেলে প্রাইমারের পরিবর্তে ম্যাট প্রাইমার দিয়ে মেকআপ শুরু করলেই উজ্জ্বল চেহারা তৈরির জন্য নিখুঁত ক্যানভাস পাবেন আপনি। ম্যাট ও পোরলেস ম্যাটিফাইং ফেস প্রাইমার মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে। এটি আপনার ত্বকের উজ্জ্বল শৈলীতে তেল চকচকে ভাব আসতে দেবে না। তা ছাড়া, এভাবে সাজ শুরু করলে আপনার মেকআপ অনেক ঘণ্টা থাকবে।
২. ফাউন্ডেশনের পালা
এটাই ডিউই লুক পাওয়ার মূল ধাপ। হালকা ধরনের ফাউন্ডেশন নিন। একটি হালকা ভেজা বিউটি স্পঞ্জ ব্যবহার করে আপনার মুখে লাগান। এভাবে ফাউন্ডেশন লাগালে মেকআপ ভালোভাবে বসবে। আপনার চেহারায় কোনো দাগ থাকলে ও দাগ ঢাকতে চাইলে একটি ক্রিম কনসিলার ব্যবহার করুন এবং সেটা ত্বকে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. কিছুটা ব্লাশ
ন্যাচারাল লুকের জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন ব্লাশঅন দেওয়াই ভালো। ব্লাশ দেওয়ার সময় দুটি জিনিস বিবেচনায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত ব্লাশ ব্যবহার করবেন না। তাহলে সাজে মেকি ভাব চলে আসবে। দ্বিতীয়ত, বেশি ব্লাশ আপনার গালে ভালোভাবে মিশিয়ে নেবেন। বেষ্ট লুকের জন্য পিচ শেড ব্যবহার করতে পারেন। আপনার চিকবোনে হালকা করে এই শেডগুলো ঘষে নিলেই দেখবেন চেহারার জেল্লা বেড়ে গেছে।
৪. লিপ গ্লসের ওপর সোয়াইপ
ডিউই লুককে আরও কিছুটা ফুটিয়ে তুলতে ঠোঁটে দিন লিপ গ্লস। গ্লসের মাত্র কয়েকটি টানেই আপনার ঠোঁটে বেশ কোমল ভেজা ভাব আসবে।
৫. সেটিং স্প্রে
সাজগোজের শেষ ধাপে আপনার মেকআপ লক করুন সেটিং স্প্রে দিয়ে। আপনার পুরো লুকে আরও একটু উজ্জ্বলতা যোগ করতে চাইলে একটি নন-ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন। কারণ এটি মেকআপকে উজ্জ্বল করে কিন্তু এটি নিজে উজ্জ্বল নয়।
সূত্র: মেকআপ ডট কম
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪