Ajker Patrika

স্টাইলে ও চোখের সুরক্ষায় সানগ্লাস

নয়ন রহমান
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯: ২৬
স্টাইলে ও চোখের সুরক্ষায় সানগ্লাস

স্টাইল ও ফ্যাশন সচেতন নারী-পুরুষের ফ্যাশন অনুষঙ্গ সানগ্লাস। ব্যক্তিত্বের প্রকাশে শুধু নয়, রোদের তীব্রতা ও ধুলোবালির হাত থেকে চোখের সুরক্ষার জন্যও অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ এটি। কিন্তু অসচেতনতা বা অনভ্যস্ততা যে কারণেই হোক সানগ্লাস ব্যবহারে জনসাধারণের মধ্যে একটা অনীহা ভাব লক্ষ করা যায়। রুচিশীল একটি সানগ্লাস চোখের সুরক্ষার পাশাপাশি আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে অদ্বিতীয় এক উপকরণ।

ফ্যাশন ছাড়া আর যেসব কারণে সানগ্লাস ব্যবহার করবেন–

  • সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অল্প বয়সেই চোখে ছানি পড়া এবং ম্যাকুলার অবক্ষয়ের কারণ। নিয়মিত সানগ্লাস ব্যবহার হতে পারে এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এক প্রতিরোধব্যবস্থা।
  • সানগ্লাসের ফ্রেম চোখের আকারের তুলনায় বড় হওয়ায় শুধু চোখের ভেতরের অংশ নয়, বাইরের আবরণ ও সংবেদনশীল ত্বককে নিরাপত্তা দেয়। ফলে চোখ থাকে নিরাপদ ও সুরক্ষিত।
  • তীব্র রোদের ঝলকানির ফলে চোখের কোনায় কুঁচকানো ভাব চেহারায় ক্লান্তির ছাপ ফেলে। নিয়মিত সানগ্লাস ব্যবহার অবসাদ দূর করার পাশাপাশি চেহারায় স্বতঃস্ফূর্ততা ধরে রাখে।
  • কোনো কিছুর উদযাপন বা দরকারি ব্যস্ততায় অসতর্ক মুহূর্তে বাইরের অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে চোখে বড় ক্ষতির আশঙ্কা থাকে। ভালো মানের একটি সানগ্লাস এ ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা দেয়।
  • দৃষ্টিত্রুটির ফলে নিয়মিত চশমার সঙ্গে সমন্বয় করে সানগ্লাস তৈরি করা যায়। ফলে নিয়মিত প্রয়োজনের পাশাপাশি আকর্ষণীয়রূপে নিজেকে উপস্থাপন করতে সানগ্লাস ব্যবহার করতে পারেন।

যে ধরনের সানগ্লাস ব্যবহার করবেন
সানগ্লাস বাছাইয়ে চেহারার গড়ন ও ব্যক্তির রুচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে খেয়াল রাখতে হবে, এটি যেন কোনোভাবেই অস্বস্তির কারণ না হয়। ব্যবহারের জন্য গাঢ় লেন্সের সানগ্লাসই ভালো। কিন্তু আরেক ধাপ এগিয়ে পোলারাইজড সানগ্লাস বেছে নিতে পারেন। পাশাপাশি সাইক্লিং বা ড্রাইভিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা আলোর প্রতিফলনকে বাধা দিয়ে চলাচলকে আরও নিরাপদ করে।

দাম ও মান বিবেচনায় বাজারে বিভিন্ন ধরনের সানগ্লাস পাওয়া যায়। একটি ভালো মানের সানগ্লাস দামে কিছুটা বেশি হলেও তা কখনো অর্থের অপচয় নয়; বরং তাকে স্বাস্থ্য সুরক্ষা এবং চোখের নিরাপত্তার পাশাপাশি রুচিবোধের পরিচায়ক হিসেবে উৎকৃষ্ট বিনিয়োগও বিবেচনা করা যায়।  

সানগ্লাস কেনার সময় মনে রাখুন

  • সানগ্লাস কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে, চোখের পাপড়ি সানগ্লাসের লেন্সকে স্পর্শ করছে কি না। লেন্সের সঙ্গে চোখের পাপড়ির দূরত্ব আছে এমন সানগ্লাস কেনা উচিত।
  • মুখের আকার বড় হলে বড় সানগ্লাস, ছোট হলে ছোট আকারের সানগ্লাস কিনুন।
  • ইউভি প্রোটেকশন আছে, এমন সানগ্লাস কিনুন।

সূত্র: কেলি লেজার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত