ফারিয়া রহমান খান
চুল সাজাতে ফুলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। ফুল পবিত্রতার প্রতীক এবং এটি পাওয়া যায় সহজে। তাই হয়তো এটি নারীদের পুরোনো অলংকারগুলোর একটি। শুধু খোঁপায় তো নয়, ফুল দিয়ে সাজানো যায় ঝুঁটি বা বেণি। এমনকি খোলা চুলের সাজেও ব্যবহার করা হচ্ছে ফুল। আবার শুধু গোলাপ, বেলি বা গাঁদা নয়, এখন নানা রকমের ফুল দিয়েই চুল সাজানো হয়ে থাকে। পূজার উৎসবে স্নিগ্ধতা ধরে রাখতে ফুলেই সাজুক চুল।
খোঁপায় ফুল
প্রথমত, সব চুল একত্র করে টাইট খোঁপা করে ফেলুন। তারপর খোঁপায় গুঁজে দিতে পারেন দুই থেকে তিনটি গোলাপ ফুল। গাঁদা ফুল দিয়ে পেঁচিয়েও দিতে পারেন পুরো খোঁপা।
আবার একপাশে সিঁথি করেও খোঁপা করতে পারেন। মাথার ডান বা বাম পাশে সিঁথি করে আরেক পাশে চুলকে টুইস্ট করে পেঁচিয়ে তারপর সব চুল একত্রে নিয়ে খোঁপা করুন। তারপর খোঁপায় নিজের পছন্দমতো ফুল গুঁজে দিন।
বেণিতে ফুল
বর্তমানে বেণিতে ফুলের ব্যবহার একটি ট্রেন্ডি বিষয়। একটি বা দুটি বেণি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলা যায়। একটি বেণি করে পুরো বেণি গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে ফেললে দেখতে সুন্দর লাগে। আবার পুরো চুলে ফুল দিতে না চাইলে শুধু বেণির গোড়ায় গোলাপ বা অন্য যেকোনো ফুল ব্যবহার করতে পারেন।
আবার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটি বেণি করেও ফুল দিয়ে সাজানো যায়। এ ক্ষেত্রে বেণি করার পর সিঁথিতে গাঁদা ফুলের মালা দিতে পারেন। দুই পাশে কান পর্যন্ত সিঁথির মালাটির সঙ্গে যুক্ত করে আরেকটি গাঁদা ফুলের মালা দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
ঝুঁটিতে ফুল
এখন অনেকেই চুলে ঝুঁটি করে তাতে ফুল দিয়ে থাকেন। সব চুল একসঙ্গে নিয়ে ঝুঁটি করুন। তারপর ব্যান্ড ঘিরে ফুল দিন। আবার পুরোটা জুড়ে দিতে না চাইলে শুধু দুটি ফুল ব্যবহার করতে পারেন। অর্ধেক চুল খোলা রেখে, ওপরের দিকের চুলটুকুতে ঝুঁটি বেঁধেও ফুল লাগিয়ে দিতে পারেন। দেখতে অনেক ট্রেন্ডি লাগবে।
খোলা চুলে ফুল
এখন খোলা চুলে ফুল দেওয়া ট্রেন্ড হয়ে গেছে। যেকোনো পোশাকের সঙ্গে এই লুক মানিয়ে যায়। চুল খোলা রেখে মাঝে সিঁথি করে তাতে দিয়ে দিতে পারেন বেলি বা গাঁদা বা গোলাপের মালা। আবার একপাশে সিঁথি করে সিঁথির যে পাশে চুল কম, সেদিকে কানের সঙ্গে ফুল গুঁজে দিতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে এ সাজ মানাবে।
সূত্র: ওয়েডিং ওয়্যার
ছবি: আজকের পত্রিকা
চুল সাজাতে ফুলের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে। ফুল পবিত্রতার প্রতীক এবং এটি পাওয়া যায় সহজে। তাই হয়তো এটি নারীদের পুরোনো অলংকারগুলোর একটি। শুধু খোঁপায় তো নয়, ফুল দিয়ে সাজানো যায় ঝুঁটি বা বেণি। এমনকি খোলা চুলের সাজেও ব্যবহার করা হচ্ছে ফুল। আবার শুধু গোলাপ, বেলি বা গাঁদা নয়, এখন নানা রকমের ফুল দিয়েই চুল সাজানো হয়ে থাকে। পূজার উৎসবে স্নিগ্ধতা ধরে রাখতে ফুলেই সাজুক চুল।
খোঁপায় ফুল
প্রথমত, সব চুল একত্র করে টাইট খোঁপা করে ফেলুন। তারপর খোঁপায় গুঁজে দিতে পারেন দুই থেকে তিনটি গোলাপ ফুল। গাঁদা ফুল দিয়ে পেঁচিয়েও দিতে পারেন পুরো খোঁপা।
আবার একপাশে সিঁথি করেও খোঁপা করতে পারেন। মাথার ডান বা বাম পাশে সিঁথি করে আরেক পাশে চুলকে টুইস্ট করে পেঁচিয়ে তারপর সব চুল একত্রে নিয়ে খোঁপা করুন। তারপর খোঁপায় নিজের পছন্দমতো ফুল গুঁজে দিন।
বেণিতে ফুল
বর্তমানে বেণিতে ফুলের ব্যবহার একটি ট্রেন্ডি বিষয়। একটি বা দুটি বেণি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলা যায়। একটি বেণি করে পুরো বেণি গাঁদা ফুলের মালা দিয়ে পেঁচিয়ে ফেললে দেখতে সুন্দর লাগে। আবার পুরো চুলে ফুল দিতে না চাইলে শুধু বেণির গোড়ায় গোলাপ বা অন্য যেকোনো ফুল ব্যবহার করতে পারেন।
আবার মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটি বেণি করেও ফুল দিয়ে সাজানো যায়। এ ক্ষেত্রে বেণি করার পর সিঁথিতে গাঁদা ফুলের মালা দিতে পারেন। দুই পাশে কান পর্যন্ত সিঁথির মালাটির সঙ্গে যুক্ত করে আরেকটি গাঁদা ফুলের মালা দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
ঝুঁটিতে ফুল
এখন অনেকেই চুলে ঝুঁটি করে তাতে ফুল দিয়ে থাকেন। সব চুল একসঙ্গে নিয়ে ঝুঁটি করুন। তারপর ব্যান্ড ঘিরে ফুল দিন। আবার পুরোটা জুড়ে দিতে না চাইলে শুধু দুটি ফুল ব্যবহার করতে পারেন। অর্ধেক চুল খোলা রেখে, ওপরের দিকের চুলটুকুতে ঝুঁটি বেঁধেও ফুল লাগিয়ে দিতে পারেন। দেখতে অনেক ট্রেন্ডি লাগবে।
খোলা চুলে ফুল
এখন খোলা চুলে ফুল দেওয়া ট্রেন্ড হয়ে গেছে। যেকোনো পোশাকের সঙ্গে এই লুক মানিয়ে যায়। চুল খোলা রেখে মাঝে সিঁথি করে তাতে দিয়ে দিতে পারেন বেলি বা গাঁদা বা গোলাপের মালা। আবার একপাশে সিঁথি করে সিঁথির যে পাশে চুল কম, সেদিকে কানের সঙ্গে ফুল গুঁজে দিতে পারেন। যেকোনো পোশাকের সঙ্গে এ সাজ মানাবে।
সূত্র: ওয়েডিং ওয়্যার
ছবি: আজকের পত্রিকা
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪